CFL 2025: বাবার মৃত্যুতেও থামেনি লড়াই, সদ্য পিতৃহারা রাজু ওঁরাওয়ের গোলে জয়ের সরণিতে এরিয়ান

Calcutta Football League: কিছুদিন আগেই সদ্য মাতৃহারা অর্ণব দাসের ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার ঘটনা তোলপাড় ফেলেছিল বাংলার ফুটবল ময়দানে। এবার সদ্য পিতৃহারা রাজু ওঁরাও লিগে প্রথম জয় এনে দিলেন এরিয়ানকে।

Calcutta Football League: কিছুদিন আগেই সদ্য মাতৃহারা অর্ণব দাসের ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার ঘটনা তোলপাড় ফেলেছিল বাংলার ফুটবল ময়দানে। এবার সদ্য পিতৃহারা রাজু ওঁরাও লিগে প্রথম জয় এনে দিলেন এরিয়ানকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Raju Oraon Aryan: সদ্য পিতৃহারা রাজু ওঁরাও লিগে প্রথম জয় এনে দিলেন এরিয়ানকে

Raju Oraon Aryan: সদ্য পিতৃহারা রাজু ওঁরাও লিগে প্রথম জয় এনে দিলেন এরিয়ানকে

Aryan Footballer Raju Oraon: আইএসএল, আই লিগ, সুপার কাপের ভিড়ে অনেকদিন আগেই নিজের কৌলিন্য হারিয়েছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। বাংলার ফুটবল প্রশাসকদের অর্কমণ্যতা এবং বড় ক্লাবগুলির অনীহার কারণে এখন অনেকটাই ফিকে বাংলা ফুটবল ঐতিহ্যের মূল্যবান রত্ন কলকাতা ফুটবল লিগ। জৌলুস হারালেও যেটা হারায়নি সেটা হল বাঙালি ফুটবলারদের আবেগ। আর সেই আবেগে ভর করেই তো পাঠচক্রের অর্ণব দাস, এরিয়ানের রাজু ওঁরাওরা রোজ হার না মানা লড়াইয়ের গল্প বলছেন। 

Advertisment

কিছুদিন আগেই সদ্য মাতৃহারা অর্ণব দাসের ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার ঘটনা তোলপাড় ফেলেছিল বাংলার ফুটবল ময়দানে। এবার সদ্য পিতৃহারা রাজু ওঁরাও লিগে (CFL) প্রথম জয় এনে দিলেন এরিয়ানকে। মঙ্গলবার ভবানীপুর এফসি-র বিরুদ্ধে গোল করে সদ্য প্রয়াত বাবাকে গোল উৎসর্গ করলেন রাজু ওঁরাও। নিভু নিভু বাংলার ফুটবল ঐতিহ্যের প্রদীপ জ্বাললেন এরিয়ানের ফুটবলার। এই অর্ণব-রাজুদের কারণেই মনে হয় এখনও বেঁচে আছে বাংলার ও বাঙালির ফুটবল।

আরও পড়ুন 'তুমি বিপক্ষ দলে ছিলে, তাও...', মাতৃহারা অর্ণবের জন্য বুকফাটা কান্না শৌভিকের

Advertisment

গত রবিবার বাবাকে হারিয়েছেন রাজু ওঁরাও। ২৭ বছরের ফুটবলার পিতৃশোক ভুলে খেলতে চেয়েছিলেন কলকাতা লিগের ম্যাচে। তাঁকে কথা দিয়েছিলেন এরিয়ান কোচ রাজদীপ নন্দী। বলেছিলেন, রাজুকে প্রথম একাদশে রাখবেন। কোচ কথা রেখেছিলেন। এবারের লিগে একাবারেই ফর্মে নেই এরিয়ান। একসময়ে কলকাতা ময়দানি ফুটবলে পরিচিত নাম এরিয়ানকে জায়ান্ট কিলার বলা হত। রাজদীপ নন্দীরই বাবা রঘু নন্দী একসময় বাংলার ফুটবলে বহু বাঘ মেরেছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো বড় ক্লাবের কোচও সমীহ করত রঘু নন্দীকে। এখন গুরুতর অসুস্থ হয়ে কোচিং থেকে বাইরে রঘু নন্দী। 

আরও পড়ুন ধরাকাছা পরেই মাঠে, ইস্টবেঙ্গলকে হারিয়ে পাঠচক্রের নায়ক সদ্য মা হারানো অর্ণব

মাঝে কোচ বদল হয়ে এখন এরিয়ানের দায়িত্বে রাজদীপ নন্দী। আর রাজদীপের কোচিংয়েই ৫ ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল এরিয়ান। এরিয়ানের জয়ের নায়ক পিতৃহারা রাজু। তাঁর গোলেই ভবানীপুরকে হারায় এরিয়ান। এই জয়ের পর কলকাতা লিগের গ্রুপ বি-তে ৯ নম্বরে রয়েছে তারা। আর ভবানীপুর রয়েছে ৫ নম্বরে।

Calcutta Football League CFL