Kolkata League Mohun Bagan Super Giant vs East Bengal FC: ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বি ম্যাচে (Kolkata Derby) মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal)। দুই প্রধানের এই লড়াই ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদ চড়ছিলই, তার মাঝেই নতুন করে তৈরি হল অনিশ্চয়তা। ডার্বির মতো বড় ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ প্রশাসন। বুধবার বিকেলে IFA-কে (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই আপত্তির কথা জানানো হয়েছে।
পুলিশের আপত্তি, বৈঠকে IFA
কল্যাণীর ছোট স্টেডিয়ামে বিশাল দর্শক সমাগম সামলানো নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। পুলিশ চিঠি দেওয়ার পরই আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন। তাঁদের চেষ্টা, শেষ মুহূর্তে ডার্বি আয়োজন নিয়ে জটিলতা কাটিয়ে কোনওভাবে সমাধান সূত্র খুঁজে বের করা।
আরও পড়ুন টাকা বাঁচাতেই কল্যাণীতে ডার্বি? বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তাদের
প্রসঙ্গত, শুরুতে বারাসত স্টেডিয়ামে ডার্বি করার পরিকল্পনা ছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দেন, বারাসতের সংস্কার কাজ এই মাসের মধ্যে শেষ হবে না। তাই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় কল্যাণী স্টেডিয়ামকে।
টিকিট, নিরাপত্তা, ডিজিটাল প্ল্যান সবই তৈরি ছিল
ডার্বির জন্য দুই দলের সমর্থকদের জন্য ১ হাজার করে টিকিট সংরক্ষিত রাখা হয়েছিল। বাকি ১৩ হাজার টিকিট সাধারণ দর্শকদের জন্য দেড়শো টাকা দামে বিক্রি হওয়ার কথা ছিল। সমর্থকদের নিরাপত্তার জন্য গ্যালারির মাঝে বড় ফেন্সিং দেওয়ার পরিকল্পনাও ছিল। গ্যালারিতে মেডিক্যাল টিম, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা, সব মিলিয়ে আইএফএ-র তরফে সাজানো হয়েছিল বেশ কিছু নতুনত্ব।
তবে এত আয়োজনের পরও বড় প্রশ্ন, মাত্র সাড়ে সাত হাজার করে সমর্থক গ্যালারিতে বসার সুযোগ পাবেন। সেই তুলনায় যুবভারতীর মতো বিশাল স্টেডিয়ামে এই ম্যাচ হলে আরও অনেক বেশি দর্শক মাঠে খেলা দেখার সুযোগ পেতেন।
আরও পড়ুন বারাসত নয়, কল্যাণীতে কলকাতা ডার্বি! কেন আচমকা বদলাল ভেন্যু?
মোহনবাগান সচিবের ক্ষোভ
মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকের পর মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস স্পষ্টই বিরক্তি প্রকাশ করে বলেছেন, “টাকা বাঁচানোর জন্যই আইএফএ যুবভারতীতে ডার্বি করছে না। এত বছর পর নিশ্চয়ই ডার্বির গুরুত্ব বোঝানোর প্রয়োজন নেই।”
সবমিলিয়ে, এই মুহূর্তে কলকাতা লিগের ডার্বি ঘিরে নতুন করে তৈরি হয়েছে সংশয়। শেষমেষ কল্যাণীতেই হবে ম্যাচ, না কি অন্য ভেন্যুতে সরানো হবে, তা দেখার অপেক্ষায় আপাতত সব পক্ষই।