Mohun Bagan vs East Bengal: টাকা বাঁচাতেই কল্যাণীতে ডার্বি? বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তাদের
Kolkata Derby 2025: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৯ জুলাই কলকাতা ফুটবল ময়দানের মহারণ আয়োজন করা হয়েছে। কলকাতা ফুটবল লিগে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।
Kolkata Derby 2025: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৯ জুলাই কলকাতা ফুটবল ময়দানের মহারণ আয়োজন করা হয়েছে। কলকাতা ফুটবল লিগে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।
Mohun Bagan vs East Bengal: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৯ জুলাই কলকাতা ফুটবল ময়দানের মহারণ আয়োজন করা হয়েছে। ঘটি-বাঙালের আবেগের লড়াই। কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ডার্বি ম্য়াচ নিয়ে ইতিমধ্যে একাধিক জটিলতা তৈরি হয়েছে। তবে, সবথেকে বড় জটিলতা তৈরি হয়েছে কলকাতা ডার্বি (Kolkata Derby) ম্য়াচের ভেন্যু পরিবর্তন নিয়ে। এই সিদ্ধান্ত বদলে রীতিমতো হতাশ মোহনবাগান কর্তারা। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Advertisment
বিতর্কে জর্জরিত চলতি কলকাতা ফুটবল লিগ
চলতি কলকাতা ফুটবল লিগ নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্ক উঠতে শুরু করেছে। কখনও ফুটবলাররা ড্রেসিংরুমের অভাবে গ্যালারিতে বসে খেলা দেখেছেন। কখনও বা আবার সাংবাদিকদের জন্য প্রেসবক্সে রাখা হয়নি ন্যুনতম সুযোগ সুবিধা। এত সমস্যার মধ্যেও নিজস্ব ছন্দে এগিয়ে চলছে ২০২৫-২৬ সিএফএল টুর্নামেন্ট। ইতিমধ্যে ঠিক হয়েছিল, এই টুর্নামেন্টের ডার্বি ম্য়াচ বারাসত স্টেডিয়ামে আয়োজন করা হবে। কিন্তু, একেবারে শেষমুহূর্তে বদল করা হয় সেই সিদ্ধান্ত। এখন ঠিক করা হয়েছে যে বারাসত নয় কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে এই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ।
কিন্তু, কেন আচমকা কলকাতা ডার্বি ম্য়াচের এই ভেন্যু পরিবর্তন করা হল? বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, বিগত কয়েকমাস ধরে বারাসত স্টেডিয়ামে সংস্কারের কাজ চলছে। আশা করা হয়েছিল, ১৯ জুলাইয়ের আগে সেই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু, তেমনটা হয়নি। সেকারণে কার্যত বাধ্য হয়েই বারাসত থেকে কল্যাণীতে ডার্বির ভেন্যু স্থানান্তর করা হয়েছে। আর এখানেই আপত্তি তুলেছেন সবুজ-মেরুন কর্তারা। তাঁদের দাবি, যদি ভেন্যু বদল করতেই হয়, তাহলে কল্যাণী কেন? যুবভারতী স্টেডিয়ামে তো আরও সুষ্ঠভাবে কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করা যেত!
এই প্রসঙ্গে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) অভিযোগ করেছেন, টাকা বাঁচানোর কথা চিন্তা করেই নাকি আইএফএ কর্তারা কল্যাণী স্টেডিয়ামে কলকাতা ডার্বি ম্য়াচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করতে হলে অনেক বেশি অর্থ ব্যয় করতে হত। উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনের তুলনায় কল্যাণী স্টেডিয়াম অনেকটাই ছোট। মেরেকেটে হয়ত ১৫ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন সমর্থকরা কতগুলো টিকিট পাবেন, তা নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করেন বাগান সচিব। তাঁর কথায়, এত বছর পর আইএফএ-কে একটা ডার্বি ম্যাচের গুরুত্ব আলাদা করে বুঝিয়ে দেওয়ার দরকার নেই।
মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু
এই সিদ্ধান্তে খুশি নন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত (Debasish Dutta)। আইএফএ কর্তাদের দিকে কার্যত কটাক্ষের তির ছুড়ে তিনি জানালেন, কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচে মোহনবাগান অবশ্যই খেলবে। কিন্তু, কোন দল নামানো হবে সেটা সুপার জায়ান্ট কর্তাদের সঙ্গে আলোচনা না করে বলা সম্ভব নয়। সঙ্গে তিনি আরও যোগ করেন, বাঙালি ফুটবল সমর্থকদের কাছে ডার্বি ম্য়াচ নিয়ে একটা আলাদা আবেগ থাকে। কিন্তু, কল্যাণী স্টেডিয়ামে 'বড় ম্য়াচ' আয়োজিত হওয়ার কারণে সেই আবেগ অনেকটাই কমে গিয়েছে।