Kolkata Derby 2025: বাঙালির কাছে ফুটবল মানেই মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal FC)। আগামী ১৯ জুলাই এই আবেগের বিস্ফোরণ হতে চলেছে। কলকাতা ফুটবল লিগে মুখোমুখি সবুজ-মেরুন এবং লাল-হলুদ ব্রিগেড। ইতিপূর্বে, এই ম্য়াচটি বারাসত স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, এবার সেই ভেন্যু বদলাতে চলেছে। জানা গিয়েছে, কল্যাণী স্টেডিয়ামেই আয়োজন করা হবে বাঙালি ফুটবলের এই হাইভোল্টেজ ম্য়াচ।
এই প্রসঙ্গে IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, আগামী ১৯ জুলাই কলকাতা ডার্বি ম্য়াচ কল্যাণী স্টেডিয়ামেই আয়োজন করা হবে। ইতিপূর্বে, এই মাঠে তো আই-লিগের একাধিক ম্য়াচ আয়োজন করা হয়েছিল। ফলে এই ম্য়াচ আয়োজন করতেও আমাদের কোনও সমস্যা হবে না। তবে আপনাদের জানিয়ে রাখি, কল্যাণী স্টেডিয়ামে এর আগে একাধিক ফুটবল ম্য়াচ আয়োজন করা হলেও, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ এই প্রথমবার আয়োজন করা হচ্ছে।
East Bengal New Footballer: একই দিনে জোড়া সুখবর দিল ইস্টবেঙ্গল, ISL কাঁপানো ফুটবলার এবার লাল-হলুদে
কিন্তু, কেন বারাসত স্টেডিয়াম থেকে কল্যাণীতে সরানো হচ্ছে কলকাতা ডার্বি ম্য়াচ? অনির্বাণ দত্ত'র কথায়, বারাসত স্টেডিয়ামে সংস্কারের কাজ অনেকদিন ধরেই চলছিল। আশা করা হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ হয়ে যাবে। কিন্তু, সেটা সম্ভব হয়নি। সেকারণেই কার্যত বাধ্য হয়ে কল্যাণী স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্য়াচ শিফট করার চিন্তাভাবনা করা হয়েছে। উল্লেখ্য, অনির্বাণ দত্ত ইতিমধ্যেই কল্যাণী স্টেডিয়াম পরিদর্শন করে এসেছেন বলে জানা গিয়েছে। সিকিউরিটি সংক্রান্ত বেশ কয়েকটি সমস্যা ছিল। তবে সেগুলো মিটিয়ে ফেলা হবে, আশ্বাস দেওয়া হয়েছে।
Mohun Bagan Super Giant: ফেডারেশনের অপদার্থতার জন্য অনিশ্চিত ISL? মুখ খুললেন মোহনবাগান সচিব
সঙ্গে আরও জানা গিয়েছে, আসন্ন কলকাতা ডার্বি নাকি ফ্লাডলাইটের আলোয় আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, বিকেল সাড়ে ৫টা থেকে নাকি শুরু হবে ডার্বি ম্য়াচ। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। যদিও এবারের কলকাতা ফুটবল লিগের অধিকাংশ ম্য়াচই দুপুরবেলা আয়োজন করা হয়েছে। আপাতত 'বড় ম্য়াচ' নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাঙালি ফুটবলের এই মহাকাব্যিক লড়াইয়ে শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে, সেটাই আপাতত দেখার।
East Bengal FC: জন্মদিনে শৌভিকের ছোট্ট আবদার! সরাসরি ফেরালেন ইস্টবেঙ্গলের 'নীতুদা', ব্যাপারটা কী?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে বৃষ্টির কারণে কলকাতা ফুটবল লিগের একাধিক ম্য়াচ বাতিল করে দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলে তৈরি হয়েছে নতুন করে একটি নিম্নচাপ। সেকারণে আগামী কয়েকদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যদি ডার্বি ম্য়াচও বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে এর থেকে বেশি আফশোসের আর কিছু থাকবে না।