CLT20 RCB: বিরাটের RCB আবার চ্যাম্পিয়ন? ২০২৬-এ ফিরছে T20 ক্রিকেটের রাজা

Champions League T20: ক্রিকবাজ-এর রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড শীঘ্রই CLT20-এর নতুন কাঠামো নিয়ে আলোচনায় বসবে। তবে টুর্নামেন্ট আয়োজনের পথে একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে টিম অনারশিপের (মালিকানার) সমস্যা।

Champions League T20: ক্রিকবাজ-এর রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড শীঘ্রই CLT20-এর নতুন কাঠামো নিয়ে আলোচনায় বসবে। তবে টুর্নামেন্ট আয়োজনের পথে একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে টিম অনারশিপের (মালিকানার) সমস্যা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli RCB: আইপিএলের পর আরও এক ট্রফি জয়ের হাতছানি কোহলির

Virat Kohli RCB: আইপিএলের পর আরও এক ট্রফি জয়ের হাতছানি কোহলির

Champions League T20: চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ (CLT20) টুর্নামেন্ট দশ বছর পর আবার শুরু হতে চলেছে। এবার টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ আরও বেশি জাঁকজমকপূর্ণ হতে চলেছে। ICC-র বার্ষিক বৈঠকে ভারত-সহ একাধিক দেশ এই টুর্নামেন্ট ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৬ সালের শুরুতেই এই লিগ শুরু হতে পারে।

Advertisment

ক্রিকবাজ-এর রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড শীঘ্রই CLT20-এর নতুন কাঠামো নিয়ে আলোচনায় বসবে। তবে টুর্নামেন্ট আয়োজনের পথে একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে টিম অনারশিপের (মালিকানার) সমস্যা। বর্তমানে আইপিএল-সহ বিভিন্ন দেশের টি-২০ লিগে এমন অনেক দল আছে, যাদের মালিক এক ব্যক্তি বা কোম্পানি। এই ক্রস-টিম অনারশিপ নিয়ে সমস্যা যেন না হয়, সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্ভবত আগের মতোই একটি গভার্নিং কাউন্সিল বা বোর্ড তৈরি করা হবে CLT20 পরিচালনার জন্য।

আরও পড়ুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 'গুডবাই' বিরাটের! আইপিএল থেকে অবসর নিচ্ছেন কোহলি?

Advertisment

CLT20 ফের চালুর আরেকটি বড় চ্যালেঞ্জ হবে এর ব্যাপ্তি নির্ধারণ। ২০১৪ সালে যখন শেষবার এই লিগ অনুষ্ঠিত হয়েছিল, তখন কেবলমাত্র কিছু বড় টেস্ট-খেলা দেশ এই লিগে অংশ নিয়েছিল। তবে গত দশ বছরে টি-২০ লিগের ব্যাপ্তি অনেক বেড়েছে। এখন শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশই নয়, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মতো অ্যাসোসিয়েট দেশগুলিতেও টি-২০ লিগ হচ্ছে। ফলে এবার সেই দেশগুলিকেও অন্তর্ভুক্ত করার চিন্তা করা হচ্ছে।

আরেকটি বড় বাধা হল, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা ক্যালেন্ডারের মধ্যে একটি ফাঁকা উইন্ডো খুঁজে বের করা, যেখানে অধিকাংশ তারকা ক্রিকেটার এই লিগে অংশ নিতে পারবেন। আগের মতো এবারও BCCI ও IPL-ই এই টুর্নামেন্টের নেতৃত্ব দিতে পারে। এর পাশাপাশি, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB), যারা আগেরবার CLT20-তে ছিল না, এবার সক্রিয়ভাবে যুক্ত হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও (CSA) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন পদপিষ্ট কাণ্ডে RCB-কে দায়ী করল সরকার! মৃত্যুমিছিলের জন্য কাঠগড়ায় কোহলির ভিডিও

প্রসঙ্গত, CLT20 প্রথমবার ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং টানা ৬ বছর এটি চলে। প্রথম ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দল। এরপর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স দুবার করে শিরোপা জেতে। ২০১৪ সালে শেষবার ট্রফি জেতে চেন্নাই সুপার কিংস। এরপর এই লিগ বন্ধ হয়ে যায়।

এখন যদি ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্ট ফের শুরু হয়, তাহলে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সামনে প্রথমবার CLT20 জেতার বড় সুযোগ থাকবে।

RCB Virat Kohli Champions League T20