Virat Kohli RCB: গত ১৮ বছর ধরে আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে স্বপ্ন দেখছিল, শেষপর্যন্ত তা চলতি বছরই পূরণ হয়ে গিয়েছে। ২০২৫ আইপিএল (IPL 2025) খেতাব জয়ের পর বিরাট কোহলির চোখে আনন্দের কান্না দেখতে পাওয়া গিয়েছিল। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার খেতাব জয় করল আরসিবি (Royal Challengers Bengaluru)। কিন্তু, এই জয়োল্লাস যে শোক মিছিলে পরিণত হবে, তা ঘুণাক্ষরেও টের পাননি বিরাট কোহলি। চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভিকট্রি প্যারেড আয়োজন করা হয়েছিল। সেই প্যারেডে চোখের নিমেষে সবকিছু বদলে যায়।
স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কয়েক লাখ সমর্থক
সেইসময় বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। যদিও পরবর্তীকালে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়। এই পোস্টটি ভাইরাল হওয়ার পর লক্ষাধিক সমর্থক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ভিড়ের চাপ এতটাই বেশি ছিল যে হুড়োহুড়ির কারণে ১১ সমর্থক মারা যান।
Bengaluru Stampede: পদপিষ্ট কাণ্ডে RCB-কে দায়ী করল সরকার! মৃত্যুমিছিলের জন্য কাঠগড়ায় কোহলির ভিডিও
প্রাথমিক রিপোর্ট পেশ করেছে কর্নাটক সরকার
এবার কর্নাটক সরকারের পক্ষ থেকে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পুলিশের নির্দেশ অমান্য করেই আয়োজকরা এই ভিকট্রি প্যারেড বের করেছিল। এই রিপোর্টে প্রত্যক্ষভাবে বিরাট কোহলির নাম যুক্ত করা হয়নি। কিন্তু, স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই ভিকট্রি প্যারেড আয়োজন করা এবং ভিড় সামলানোর ব্যাপারে জনপ্রিয় তারকাদের আরও বেশি করে সচেতন হওয়া উচিত ছিল।
Virat Kohli RCB IPL : শোলের বন্ধুত্বেই পূর্ণতা বিরাট-এবি জুটির! গোটা দেশের হৃদয় ছুঁল সৃজিতের পোস্ট
কোহলিকে নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা
এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বিরাট কোহলি। সমর্থকদের ভালবাসাকেই তিনি আসল শক্তি বলে মনে করেন। কিন্তু, তাঁকে দেখার জন্য কোনও সমর্থক যে প্রাণ হারাতে পারেন, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না। কর্নাটক সরকারের রিপোর্টে পরোক্ষভাবে বিরাট কোহলির নাম জড়িত হওয়ার পর শোনা যাচ্ছে এবার নাকি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ছাড়তে পারেন। ২০২৫ আইপিএল ট্রফিই বিরাটের RCB কেরিয়ারে শেষ অধ্যায় ছিল? এটা তো সময়ই বলতে পারবে। তবে আপাতত কোহলি এবং আরসিবি জুটি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।