/indian-express-bangla/media/media_files/2025/04/26/l2XzBT36Byta9mnEZPQM.jpg)
কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারবে চেন্নাই সুপার কিংস?
Chennai Super Kings: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) চেন্নাই সুপার কিংস একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। যে দলটা ইতিমধ্যে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে, এই মরশুমে তারাই সাতটি ম্য়াচ হেরে বসে রয়েছে। আর সেইসঙ্গে দাঁড়িয়ে রয়েছে একেবারে খাদের কিনারায়। আপাতত বিদায়ঘণ্টা বাজার অপেক্ষা।
শুক্রবার (২৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠ অর্থাৎ এমএ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে মহেন্দ্র সিং ধোনির দল ৫ উইকেটে হেরে গিয়েছে।
চেন্নাই সুপার কিংসের কাছে আপাতত আক্ষেপ ছাড়া কোনও রাস্তাই খোলা নেই। গত ৯ ম্য়াচ থেকে হলুদবাহিনী মাত্র চারটে পয়েন্ট সংগ্রহ করেছে। তবে একটা কথা স্পষ্ট করে দেওয়া ভাল, প্লে-অফের দৌড় থেকে চেন্নাই সুপার কিংস এখনও সম্পূর্ণভাবে ছিটকে যায়নি। শেষ চারের যোগ্যতা অর্জন করার জন্য বাকি পাঁচটা ম্য়াচ তো তাদের জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপরেও।
MS Dhoni Angry: আচমকা কেন রেগে গেলেন ধোনি, তেড়ে গেলেন ব্য়াট নিয়ে? দেখুন ভিডিও
আপাতত যা পরিস্থিতি, সেখান থেকে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল যদি বাকি ম্য়াচগুলো জিততেও পারে, তাহলেও সর্বাধিক ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। এই পরিস্থিতিতে প্লে-অফে যেতে হয়ে চেন্নাইয়ের নেট রানরেট যথেষ্ট ভাল হওয়া দরকার।
MS Dhoni Net Worth: ক্রিকেটের মতো ব্যবসাও ভাল বোঝেন ধোনি! কীভাবে বানালেন ১০০০ কোটির সাম্রাজ্য?
গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ পয়েন্ট সংগ্রহ করেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল। সেটাও নেট রান রেটের ভিত্তিতেই। এই বছর ধোনির দল তেমনই কোনও মিরাকল করতে পারে কি না, সেদিকেই আপাতত সমর্থকরা তাকিয়ে রয়েছেন।
ব্যাটারদের পারফরম্য়ান্সে ক্ষুব্ধ মহেন্দ্র সিং ধোনি
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয়ের পর সিএসকে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হলেন ধোনি। ম্য়াচের শেষে তিনি বললেন, 'গুরুত্বপূর্ণ সময়ে আমরা ধারাবাহিকভাবে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এসেছি। প্রথম ইনিংসে পিচ তুলনামূলক কিছুটা ভাল ছিল। কিন্তু, জয়ের জন্য ১৫৫ রান একেবারে যথেষ্ট ছিল না। কারণ এখানে খুব বেশি বল টার্ন হচ্ছিল না। আমরা আরও কিছুটা রান হয়ত করতে পারতাম। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে কিছুটা সুবিধা পেয়েছি। আমাদের স্পিনাররা যথেষ্ট ভাল বল করেছে। সঠিক জায়গায় বল রাখতে পেরেছে। আরও ১৫-২০ রান বেশি করলে, এই ম্য়াচটা আমরা জিততে পারতাম। আমার মতে, ব্রেভিস যথেষ্ট ভাল ব্যাট করেছে। মিডল অর্ডারে সকলেরই এমন ব্য়াটিং করা দরকার ছিল।'