Cheteshwar Pujara Retirement: বুকে জমা একরাশ অভিমান, অবসর নিলেন ভারতের এই তারকা ক্রিকেটার

Indian Cricket News: গত বছরই তিনি টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছিলেন। কিন্তু, নির্বাচকরা তাঁকে আর শেষ সুযোগ দিলেন না। ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচে তিনি একা হাতে জিতিয়েছিলেন।

Indian Cricket News: গত বছরই তিনি টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছিলেন। কিন্তু, নির্বাচকরা তাঁকে আর শেষ সুযোগ দিলেন না। ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচে তিনি একা হাতে জিতিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cheteshwar Pujara (1)

অবসর গ্রহণ করলেন চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর (Cricketer Retirement) গ্রহণ করলেন। গত বছরই তিনি টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছিলেন। কিন্তু, নির্বাচকরা তাঁকে আর শেষ সুযোগ দিলেন না। ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচে তিনি একা হাতে জিতিয়েছিলেন। ব্যাট হাতে করেছিলেন দুর্দান্ত পারফরম্য়ান্সও। টিম ইন্ডিয়ার ৩ নম্বর জায়গায় রাহুল দ্রাবিড়ের পর চেতেশ্বর পূজারাকেই সবথেকে নির্ভরযোগ্য ব্যাটার বলা হত। উইকেট যতই কঠিন হোক না কেন, বাঘা-বাঘা বোলারদের ঘুম কেড়ে নিতেন তিনি। পূজারার অবসরে ভারতীয় ক্রিকেটে এক অধ্যায়ের অবসান হল। টিম ইন্ডিয়ার হয়ে তিনি যে পারফরম্য়ান্স করেছেন, সেটা আগামীদিনে ভারতীয় ক্রিকেটারদের কাছে 'অনুপ্রেরণা' হয়ে থাকবে।\

Advertisment

Gautam Gambhir's Request for Cheteshwar Pujara:বাতিল হওয়া এই তারকাকে অস্ট্রেলিয়ায় চেয়েছিলেন গম্ভীর, সাড়া দেননি নির্বাচকরা

আবেগঘণ পোস্টে জানালেন বিদায়

ভারতীয় ক্রিকেটে চেতেশ্বর পূজারার অবদান যে কতখানি, সেটা হয়ত মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্ট করে তিনি অবসরের সিদ্ধান্ত সকলের সঙ্গে শেয়ার করেছেন। এই পোস্টে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন নিয়ে বলেছেন, 'টিম ইন্ডিয়ার জার্সি পরিধান করা, জাতীয় সংগীত গাওয়া এবং প্রত্যেকবার নিজের সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দেওয়ার জন্য় মাঠে নামতাম। এই সকল অনুভূতিগুলো কয়েকটা শব্দে প্রকাশ করা সত্যিই খুব কঠিন। কিন্তু ওই যে একটা কথা আছে, ভালো জিনিসের সবসময়ই একটা পরিসমাপ্তি রয়েছে। সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে আমি অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম।'

Advertisment

চেতেশ্বর পূজারার দুর্দান্ত টেস্ট কেরিয়ার

ভারতীয় ক্রিকেটে চেতেশ্বর পূজারা এমন একটি নাম, যা হয়ত কেউ কোনওদিন ভুলতে পারবে না। তাঁর ব্যাটিংয়ের অদ্ভুত স্টাইল, বাকি প্রত্যেকের থেকে স্বতন্ত্র্য করে তুলেছিল। রাহুল দ্রাবিড় অবসর গ্রহণ করার পর ভারতীয় ক্রিকেট দলের ৩ নম্বর জায়গাটায় তিনি ভারসাম্য নিয়ে এসেছিলেন। পূজারার ব্যাটিং পরিসংখ্যানই সেকথা বলে।

Cheteshwar Pujara: ৭ টেস্ট ম্য়াচে ব্যর্থ ৫ ক্রিকেটার, পূজারার বিকল্প আজও পেল না টিম ইন্ডিয়া?

প্রসঙ্গত, পূজারা টিম ইন্ডিয়ার হয়ে ১০৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ১৭৬ ইনিংসে তিনি ৪৩.৬০ ব্যাটিং গড়ে মোট ৭,১৯৫ রান করেন। সৌরাষ্ট্রের এই ব্যাটারের ঝুলিতে ১৯ সেঞ্চুরি এবং ৩৫ অর্ধশতরান রয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁকে 'রানমেশিন' বলে ডাকা হত। কারণ, ২১ হাজারের বেশি রান তাঁর চওড়া ব্যাট থেকে বেরিয়ে এসেছে। ইতিমধ্যে ৬৬ শতরানও করেছেন তিনি।

Indian Cricket Team Cheteshwar Pujara Cricketer Retirement