Advertisment

পূজারা জানালেন ক্য়ারিবিয়ান সফরের জন্য় কীভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি

চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের এই ব্য়াটসম্য়ান আজ শুধু ভারতেরই নন, বিশ্বের অন্য়তম সেরা টেস্ট ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে ফের একবার দেশের জার্সিতে মাঠে নামবেন পূজারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Cheteshwar Pujara reveals his preparation for India vs West Indies

পূজারা জানালেন ক্য়ারিবিয়ান সফরের জন্য় কীভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি (ছবি-টুইটার/বিসিসিআই)

চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের এই ব্য়াটসম্য়ান আজ শুধু ভারতেরই নন, বিশ্বের অন্য়তম সেরা টেস্ট ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে ফের একবার দেশের জার্সিতে মাঠে নামবেন পূজারা।

Advertisment

সদ্য়সমাপ্ত  তিনদিনের প্রস্তুতি ম্য়াচে সেঞ্চুরি হাঁকিয়েই পূজারা বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ফর্মেই রয়েছেন। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে পূজারা জানালেন যে, ক্য়ারিবিয়ান সফরের জন্য় নিজেকে প্রস্তুত করেছেন দেশের মাটিতেই। ভারতের হয়ে দ্বীপপুঞ্জের দেশে টেস্ট খেলতে মরিয়া তিনি।

আরও পড়ুন: পূজারার সেঞ্চুরি, রোহিতের ফিফটি, প্রথম দিনে ভারত তুলল ২৯৭/৫

বিরাটের দলের সেরা টেস্ট ব্য়াটসম্য়ান বললেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য় মুখিয়ে ছিলাম। কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। দেশের জন্য়ই কাউন্টি ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আলাদা করে শক্ত জমিতেই প্র্য়াকটিস করেছি। ক্য়ারিবিয়ান পিচ গতি আর বাউন্সে চমকে দিতে পারে। রাজকোটে এরকম পিচেই আমি প্রস্তুতি নিয়েছি।"

আরও পড়ুন: সিডনির বোর্ডে পূজারা-পন্থের স্বাক্ষর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে পূজারা দেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ফুল ফুটিয়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে ইতিহাস লেখা ভারতীয় দলের স্টার ব্যাটসম্য়ান ছিলেন তিনি। পূজারাই হয়েছিলেন সর্বোচ্চ স্কোরার। তিনটে সেঞ্চুরির সৌজন্যে সাত ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছিল ৫২১ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতের বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ শুরু হচ্ছে। এই নিয়ে উচ্ছ্বসিত পূজারা। বললেন, "টেস্ট ক্রিকেটের গুরুত্ব বাড়াবে এই চ্য়াম্পিয়নশিপ। এখানে একটা সিরিজে একটা বা দু'টো ম্য়াচ জেতার মানসিকতা নিয়ে খেললে হবে না। প্রতিটি ম্য়াচকেই একইরকম গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রতি ম্য়াচেই পয়েন্ট রয়েছে। এটা দারুণ ব্য়াপার।"

India West Indies
Advertisment