Chris Gayle IPL Controversy: বিতর্কে জড়ালেন ক্রিস গেইল, চরম অপমানেই ছেড়েছিলেন আইপিএল?

Chris Gayle IPL: আইপিএল টুর্নামেন্টে ক্রিস গেইল ১৪২ ম্যাচের মধ্যে ১৪১ ইনিংস খেলেছেন। এরমধ্য়ে ৩৯.৭২ ব্যাটিং গড়ে মোট ৪,৯৬৫ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬।

Chris Gayle IPL: আইপিএল টুর্নামেন্টে ক্রিস গেইল ১৪২ ম্যাচের মধ্যে ১৪১ ইনিংস খেলেছেন। এরমধ্য়ে ৩৯.৭২ ব্যাটিং গড়ে মোট ৪,৯৬৫ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Chris Gayle

ইউনিভার্স বস গেইলের ধামাকা

Chris Gayle: আইপিএল টুর্নামেন্টে সুপারস্টার ক্রিকেটারদের নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে সেই তালিকায় অবশ্যই নাম থাকবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের। মোট তিনটে ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল (IPL) খেলেছেন ক্রিস গেইল। তবে সবথেকে বেশি ম্য়াচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়েই। তবে পঞ্জাব কিংসের (Punjab Kings) সঙ্গে তাঁর অভিজ্ঞতা একেবারেই ভাল ছিল না। ব্যাপারটা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন ক্রিস গেইল। জানান, প্রীতি জিন্টার দলে খেলার সময় তিনি মাঝেমধ্যেই কেঁদে ফেলতেন। এই ব্যাপারে অনিল কুম্বলের নামও উল্লেখ করেন তিনি।

Advertisment

Punjab Kings: আইপিএলের মাঝপথে দুঃসংবাদ, সবাইকে কাঁদিয়ে বেরিয়ে গেলেন তারকা ক্রিকেটার

কষ্টের কথা শোনালেন ক্রিস গেইল

২০১৮ সালে পঞ্জাব কিংস দলে নাম লিখিয়েছিলেন ক্রিস গেইল। এরপর তিনি ২০২১ সাল পর্যন্ত এই দলের হয়ে খেলেন। এই তিন বছরের মধ্যে তাঁকে যথেষ্ট অপমান সহ্য করতে হয়েছে। শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে ক্রিস গেইল নিজের দুঃখের কথা শেয়ার করেছেন। তিনি বললেন, 'পঞ্জাবের সময় নির্দিষ্ট সময়ের পরই আইপিএল চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিংস ইলেভেনে আমাকে যথেষ্ট অপমান করা হয়েছিল। আমার মনে হয়েছিল, এক সিনিয়র ক্রিকেটার হিসেবে আমাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। এই লিগের জন্য যে মানুষটা এত কিছু করেছে, দলের ভ্যালু বাড়িয়েছে, তাঁকেই শেষপর্যন্ত যোগ্য সম্মান দেওয়া হল না। আমার সঙ্গে একটা বাচ্চা ছেলের মতো ব্যবহার করা হত।'

Advertisment

অনিল কুম্বলের সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেছিলেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই ক্রিকেটার জানালেন, 'জীবনে প্রথমবার মনে হয়েছিল যে আমি অবসাদে ভুগতে শুরু করেছি। অনিল কুম্বলের সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেছিলাম। কারণ খুব কষ্ট পেয়েছিলাম আমি। কুম্বলে এবং দলের ম্যানেজমেন্ট নিয়ে আমি যথেষ্ট হতাশ ছিলাম। কেএল রাহুল আমাকে ফোন করে বলেছিল, ক্রিস তুমি অপেক্ষা করো। পরের ম্য়াচে খেলার সুযোগ পাবে। কিন্তু, আমি শুধুমাত্র এটুকুই বলি যে তোমার জন্য শুভকামনা রইল। এরপর ব্যাগ গুছিয়ে আমি বেরিয়ে আসি।'

IPL Punjab Kings: সেঞ্চুরি ৩ রানের জন্য হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাতের বিরুদ্ধে রেকর্ড রান তুলে এগিয়ে পাঞ্জাব

ইউনিভার্স বস গেইলের ধামাকা

আইপিএল টুর্নামেন্টে ক্রিস গেইল ১৪২ ম্যাচের মধ্যে ১৪১ ইনিংস খেলেছেন। এরমধ্য়ে ৩৯.৭২ ব্যাটিং গড়ে মোট ৪,৯৬৫ রান করেন তিনি। এই টুর্নামেন্টে গেইল ৬ সেঞ্চুরি এবং ৩১ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ইতিমধ্যে গেইলের স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬। ইউনিভার্স বস ৩৮ ইনিংসে ৪০.৫০ বোলিং গড়ে ১৮ উইকেটও শিকার করেন। ইতিমধ্যে তাঁর ইকোনমি রেট ছিল ৭.৮৯। ক্রিস গেইল তাঁর একার দমেই আইপিএল টুর্নামেন্টে একাধিক ম্য়াচ জিতিয়েছেন। তবে আজও আরসিবি ম্যানেজমেন্টকে গেইল যথেষ্ট সম্মান করেন।

Chris Gayle IPL RCB Punjab Kings