Advertisment

ভারত ম্যাচের পরে অবসর নেননি, জল্পনা উড়িয়ে সাফ ঘোষণা গেইলের

খলিল আহমেদের বলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময়ে ভারতীয় দলের সদস্যরা গেইলকে শুভেচ্ছা জানাতে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের ক্রিকেটাররা স্ট্যান্ডিং ওভেশান দেন নায়ককে। এমন পরিস্থিতিতেই জোরালো জল্পনা শুরু হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Chris gayle

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন ক্রিস গেইল (টুইটার)

ধরে নেওয়া হয়েছিল ক্রিস গেইল একদিনের ক্রিকেটে হয়তো নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন। ঝড় তুলেই ব্য়াট প্যাড গুছিয়ে রাখলেন। বিশ্বজোড়া গুজবের সামনে দাঁড়িয়ে অবশ্য ক্রিস গেইল জানিয়ে দিলেন, এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। থামিয়ে দিলেন সমস্ত জল্পনা।

Advertisment

টেস্টে তিনি নেই বহুদিন হল। খেলছিলেন কেবলমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই। সেই একদিনের ক্রিকেটেও কী যবনিকাপাত হল বুধবার? তা নিয়ে ম্যাচের পরেও জল্পনা অব্যাহত ছিল। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে হয়তো শেষবার খেলতে নেমেছিলেন। দেশকে জেতাতে না পারলেও শেষ ইনিংসে ক্রিস হেনরি গেইলের ব্যাট থেকে বেরোলো ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস। ঝড় তুলেই সম্ভবত ব্যাট তুলে রাখছেন তিনি। ৩০১ তম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছিলেন। তাই পিঠের জার্সির নম্বরেও তার সঙ্গে সাযুজ্য রেখে ৩০১।

আরও পড়ুন

কোহলিদের শুভেচ্ছা, স্ট্যান্ডিং ওভেশান! শেষবারের মতো মাঠ ছাড়লেন গেইল? রইল ভিডিও

শেষবার টেস্ট খেলতে চেয়েছিলেন গেইল, আবেগের মূল্য় দিল না ওয়েস্ট ইন্ডিজ

লারাকে সরিয়ে এখন সাম্রাজ্য় গেইলের, ক্য়ারিবিয়ান দৈত্য়কে কুর্নিশ ওয়েস্ট ইন্ডিজের

এমন পরিস্থিতিতেই খলিল আহমেদের বলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময়ে ভারতীয় দলের সদস্যরা গেইলকে শুভেচ্ছা জানাতে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের ক্রিকেটাররা তো বটেই মাঠের দর্শকরাও স্ট্যান্ডিং ওভেশান দেন নায়ককে। এমন পরিস্থিতিতেই জোরালো জল্পনা শুরু হয়েছিল। বিরাট কোহলিকে তো সাংবাদিক সম্মেলনেও বলে দেন, "গেইল হল আমার দেখা অন্যতম দারুণ মানুষ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওঁর ক্রিকেট কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাই। দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে গেইল। গোটা বিশ্ব ক্রিকেটেরই আইকন ও।"

পাশাপাশি কোহলি আরও জানিয়েছিলেন, "প্রত্যেকেই জানে কেমন ক্রিকেটার ও। তবে অনেকেই জানেন না, কতটা বড়মনের মানুষ ও। সব সময় জুনিয়রদের সাহায্য করে। হাসি-ঠাট্টায় মেতে থাকে। প্রচণ্ড চাপের সময়েও গেইলের মুখে হাসি লেগে থাকে। এটাই ব্যক্তি ক্রিস গেইলের সবথেকে বড় গুন। ওঁর সঙ্গে বেশ কিছু সময় একসঙ্গে কাটিয়েছি। সেই সুবাদেই ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। প্রথমে গেইলের উচিত নিজের জন্য গর্বিত হওয়া।"

কোহলি যখন কার্যত গেইলকে ফেয়ারওয়েল নিয়ে বক্তব্য রাখছেন, তখন গেইল আবার সাফ জানিয়ে দিলেন, তিনি অবসরের কথা ঘোষণাই করেননি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে গেইলকে বলতে শোনা যাচ্ছে, "অবসর নিয়ে কোনও ঘোষণাই করিনি আমি। এখনও খেলে যাব, পরবর্তী ঘোষণা পর্যন্ত।"

তারপরেই সমস্ত জল্পনার অবসান ঘটে।

Chris Gayle
Advertisment