Mamata Criticizes East Bengal: ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুন মমতার, কাদের দেখে শিখতে বললেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee on East Bengal: সম্প্রতি সুপার কাপের প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্কার ব্রুজ়োর টিম। এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee on East Bengal: সম্প্রতি সুপার কাপের প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্কার ব্রুজ়োর টিম। এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mamata Criticizes East Bengal: শতবর্ষে ইস্টবেঙ্গল নামে সেই তথ্যচিত্রের উদ্বোধনে এদিন রবীন্দ্র সদনে আসেন মুখ্যমন্ত্রী

Mamata Criticizes East Bengal: শতবর্ষে ইস্টবেঙ্গল নামে সেই তথ্যচিত্রের উদ্বোধনে এদিন রবীন্দ্র সদনে আসেন মুখ্যমন্ত্রী

East Bengal Super Cup Exit: বেশ কয়েক বছর ধরে বড় কোনও সাফল্য নেই। গত মরশুমে সুপার কাপ জয় ছাড়া আর কোনও ট্রফি ঢোকেনি ক্লাবে। ছেলেদের লজ্জা ঢেকে দিয়েছে মেয়েদের সাফল্য। ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গলের মেয়েদের টিম। সম্প্রতি সুপার কাপের প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্কার ব্রুজ়োর টিম। এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের তথ্যচিত্রের উদ্বোধনে এসে কর্তাদের হিতোপদেশ দিয়ে গেলেন মমতা।

Advertisment

ইস্টবেঙ্গল নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ। শতবর্ষে ইস্টবেঙ্গল নামে সেই তথ্যচিত্রের উদ্বোধনে এদিন রবীন্দ্র সদনে আসেন মুখ্যমন্ত্রী। এদিনে তিনি বলেন, 'আমার একটা ক্ষোভ আছে। ইমামি ক্লাবকে অনেক সাহায্য করছে। কিন্তু এগোতে গেলে ভাল ফুটবলার লাগে। এখানেই আমি ক্লাবকে বলব, আপনারা সঠিক পরামর্শ না দিলে ওঁরা এগোবেন কী করে? সবচেয়ে কষ্ট পাচ্ছেন সমর্থকরা। কর্তাদের এগোতে হবে। আমার মনে হয় না ইমামি সাহায্য করছে না। ওঁরা তো টাকা দিচ্ছে, তার বদলে ওদের ট্রফিটা তো দিতে হবে। অন্তত সেই চেষ্টা করতে হবে।'

Mamata Banerjee: ইস্টবেঙ্গলের মহিলা দলকে সংবর্ধনা মমতার
Mamata Banerjee: ইস্টবেঙ্গলের মহিলা দলকে সংবর্ধনা মমতার

 

Advertisment

আরও পড়ুন সুপার কাপে হারের পরই টনক নড়ল ব্রুজ়োর, বিদায় নিশ্চিত ইস্টবেঙ্গলের এই বিদেশি তারকাদের

তার পরই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসির সাফল্যের উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী। এবার আইলিগে যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। মমতা এদিন বলেন, 'শুধু টাকা ঢাললেই হবে না। বুদ্ধি করে দলটা করতে হবে। নীতুদাকে বলেছিলাম, আপনারা দলটা ভাল করছেন না কেন? ডায়মন্ড হারবারকে দেখে শিখুন। ওদের দেখে বুঝুন। কেমন বুদ্ধি খাটিয়ে দল গড়েছে। কর্তারা আগে থেকে ভাবুন, কাদের নেবেন। একবছর ধরে প্ল্যানিং করুন। কঠোর ডিসিশন নিন। আগামী বছর যেন ব্যর্থতা না আসে।'

আরও পড়ুন 'এই হারের দায় আমার...', ইস্টবেঙ্গল বিদায়ে 'লজ্জিত' অস্কার

মোহনবাগান-মহামেডানেরও তুলনা টানেন তিনি। বলেন, 'মোহনবাগানের টাকার সমস্যা নেই। সঞ্জীব গোয়েনকা দেখছেন। ওঁর টাকার অভাব নেই। মহামেডানকেও বলেছিলাম। তোমরা আইএসএল খেলবে না কেন? ওরা নিজেরা নিজেদের ব্যবস্থা করে নিয়েছে। বাকিরা পারলে ইস্টবেঙ্গল পারবে না কেন?' এদিন ভারতসেরা মহিলা টিমকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। এবছর মহিলাদের আইএসএল জিতেছে ইস্টবেঙ্গল। পুরস্কার হিসাবে ৫০ লক্ষ টাকা তুলে দেন মমতা। 

East Bengal Mamata Banerjee