মহারাজের জন্মদিন বলে কথা! জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি করবেন পরের বছর। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯তম জন্মদিনে সটান বেহালার বাড়িতে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গোটা ক্রিকেট বিশ্বে আজ সৌরভ-দিবস। ক্রিকেটের প্রাঙ্গনে যেমন জন্মদিনে শচীন, শেওয়াগ থেকে হালফিলের ঋষভ পন্থের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন, তেমন বলিউডের একের পর এক সেলেব কুলও মহারাজকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
আরো পড়ুন: এটিকের জার্সিতে কেন সৌরভের ছবি! ক্ষিপ্ত মোহনবাগান সমর্থকদের তোপের মুখে ISL
অতিমারীর আবহের মধ্যেই এবার সৌরভের বাড়িতে দফায় দফায় সেলিব্রেশন পর্ব চলছে। কন্যা সানা যেমন সৌরভের জন্মদিনে বিশেষভাবে সেলিব্রেট করছেন, তেমন স্ত্রী ডোনা আবার মহারাজকে মোবাইল ফোন উপহার দিয়েছেন।
এমন সময়েই বেহালার বাড়িতে মুখ্যমন্ত্রী হাজির হয়ে চমকে দিয়েছেন। জন্মদিনে সৌরভও সৌজন্যবশত শাড়ি উপহার দিয়েছেন। জানা গিয়েছে, ডোনা গঙ্গোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি কিনে এনেছিলেন।
কয়েকমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মহারাজ। সেই সময় গোটা দেশে শিহরণ বয়ে গিয়েছিল। তারপর দুবার অস্ত্রোপচারের পর আপাতত পুরোপুরি সুস্থ তিনি।
আরো পড়ুন: চার বছর আগেই সৌরভের শুভেচ্ছা! কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগকে কী বলেন মহারাজ
সেই সময় অমিত শাহ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। বিধানসভা ভোটের আগে সৌরভকে নিয়ে রাজনীতির ময়দানে বেশ আগ্রহও তৈরি হয়। সমস্ত জল্পনা উড়িয়ে তিনি অবশ্য কোনো রাজনৈতিক দলেই যোগ দেননি।
রাজনীতির সংস্রব বাঁচিয়ে তিনি আপাতত পুরোপুরি নিয়োজিত ক্রিকেটের প্রশাসনে। আইপিএল এবং টি২০ বিশ্বকাপের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কিছুদিন আগেই উড়ে গিয়েছিলেন দুবাইয়ে। মুম্বইয়ে বোর্ডের মিটিংয়েও যোগ দিয়েছিলেন তিনি সশরীরে।
আরো পড়ুন: বাংলায় সৌরভকে শুভেচ্ছা জানিয়ে চমক কার্তিকের, মহারাজকে প্রচন্ড ক্ষেপিয়েও দেন তিনি
এর মধ্যেই জন্মদিনে স্বয়ং মুখ্যমন্ত্রী বেহালার বীরেন রায় রোডে হাজির হওয়ায় বেশ আগ্রহ তৈরি হয়েছে। যদিও ওয়াকিবহাল সূত্রের ধারণা একান্তই ব্যক্তিগত সম্পর্কের খাতিরে মুখ্যমন্ত্রী বাংলার আইকনের বাড়িতে হাজির হন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন