আর্জেন্টিনার ২৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মারাকানাতে। ১৯৯৩-এর ফের একবার কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাও আবার ব্রাজিলের মাটিতে। সেমিফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে হারানোর পরে নেইমার সমেত তারকা খচিত ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। দুরন্ত গোল করে যান এঞ্জেল ডি মারিয়া।
২০০৪-এ সিজার ডেলগাডোর পর এঞ্জেল ডি মারিয়া প্ৰথম আর্জেন্তিনীয় যিনি কোপার ফাইনালে গোল করলেন। প্রথমার্ধের গোলে পিছিয়ে পড়ার পরে ব্রাজিল টানা আক্রমণ শানিয়েও সমতা সূচক গোল করতে পারেনি।
আরো পড়ুন: মারাত্মক অবস্থাতেও ফাইনালে খেলেছেন মেসি! ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আসতেই হৈচৈ শুরু
আর রবিবারের জয়ের সঙ্গেসঙ্গেই আন্তর্জাতিক ফুটবলে মেসির ট্রফি খরা ঘুচে গেল। ১০টি লা লিগা সহ চারটে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব রয়েছে মেসির কাছে। ছয়বার ব্যালন ডি ওর জিতেছেন। তবে দেশের জার্সিতে এতদিন ট্রফির সংখ্যা শূন্য ছিল।
মেসির স্বপ্নপূরণের সঙ্গেই গোটা বিশ্বে আর্জেন্টিনীয় সমর্থকদের সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় জমা পড়তে থাকে। এর মধ্যেই একটি ভিডিও নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে বাবা-ছেলের সংঘাত। যা মুহূর্তেই ভাইরাল।
আরো পড়ুন: গর্বের মারাকানায় শচীনকে ছুঁলেন মেসি! সেরার রাজমুকুটে মিলে গেলেন যেন দুই ঈশ্বর
পোস্ট করা সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আর্জেন্টিনা সমর্থক এক যুবক তাঁর বাবার সামনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত জামা খুলে সেলিব্রেশনে মেতেছেন। বারবার ব্রাজিল সমর্থক বাবা-র সামনে গিয়ে মেসির নামে জয়ধ্বনি দিচ্ছেন। শেষমেশ থাকতে না পেরে বাবা চেয়ার নিয়ে তেড়ে গেলেন ছেলের দিকে। এমন পারিবারিক সংঘাত দেখে হেসে লুটিয়ে পড়েছেন নেটিজেনরা।
আরো পড়ুন: চোখের জলে একাকার মেসি-নেইমার! হৃদয় নিংড়ানো দৃশ্যে কাঁদল সবাই, দেখুন ভিডিও
যাইহোক, এই নিয়ে গত চারবারের কোপা ফাইনালেই আর্জেন্টিনা পৌঁছেছিল। তবে রানার্স হয়েই এতদিন সন্তুষ্ট ছিল মেসির দল। নিজেদের শাপমুক্তির সঙ্গেই মেসিরা ব্রাজিলের টানা ২৫০০ দিন অপরাজেয় থাকার তকমাও খতম করে দিল মারাকানাতেই।
কোপার সেরা ফুটবলারও হলেন মেসি, চারটে গোল এবং পাঁচটা এসিস্টের সৌজন্যে।
আরো পড়ুন: ঈশ্বরের হাতেই কোপা! ব্রাজিলকে চূর্ণ করে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা