Advertisment

আজই মেসির আর্জেন্টিনা নামছে চিলির বিপক্ষে! কোথায়, কখন খেলা দেখবেন জেনে রাখুন

Copa America 2021, Argentina vs Chile live streaming: সোমবার রাতে কোপা আমেরিকায় আর্জেন্টিনা টুর্নামেন্ট অভিযান শুরু করছে চিলির বিরুদ্ধে। দুই দলই তারকা খচিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুরুর ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। এবার আর্জেন্টিনা নামছে কোপা অভিযানে। প্রথম ম্যাচে মেসি ব্রিগেডের সামনে চিলি (Chile)। তারকা খচিত দুই দলের মহারণ ঘিরে এখনই সাজো সাজো রব। ১৯৯৩ সালের পর একবারও কোপা আমেরিকা জিততে পারেনি আর্জেন্টিনা (Argentina)। তবে এবার মেসির নেতৃত্বে নীল-সাদা জার্সির ফুটবলাররা কোপা জিততে মরিয়া। কলম্বিয়ার বিরুদ্ধে কিছুদিন আগেই ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি গোল না পেলেও তাঁর জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিয়েন্দ্র পারেদেস গোল পেয়েছিলেন।

Advertisment

অন্যদিকে, হেভিওয়েট চিলি বড়বড় দলকে হারিয়ে অঘটন ঘটাতে পারে। চিলি অবশ্য লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে ফেভারিট হিসাবেই নামছে। তবে চিলির বড় ধাক্কা আর্জেন্টিনার মত দলের বিরুদ্ধে তাঁদের নামতে হবে দলের একনম্বর অস্ত্র আলেক্সিস স্যাঞ্চেজকে ছাড়াই। পায়ের চোটে বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি।

আরো পড়ুন: একপেশে ম্যাচে ভেনেজুয়েলাকে উড়িয়ে জয় ব্রাজিলের, গোল পেলেন নেইমারও

কবে আর্জেন্টিনা বনাম চিলি (Argentina vs Chile) ম্যাচ?
কোপায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ ১৪ তারিখ। তবে ভারতীয় সূচি অনুযায়ী এই ম্যাচ ১৫ তারিখ।

কখন আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ শুরু হবে?
কোপায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ২.৩০-টে।

কোপায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ সোনি সিক্স চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

আরো পড়ুন: সোমবারই শুরু মেসি-নেইমারদের কোপা! কবে-কখন নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন

কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে?
কোপায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ ওয়েব প্ল্যাটফর্মের Sony Liv- এ সরাসরি দেখা যাবে।

সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা-হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস একুনা, জিওভানি লো সেলসো, লিয়েন্দ্র পারেদেস, এঞ্জেল দি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ

চিলি- ক্লদিও ব্র্যাভো, মরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলেরমো মারিপান, ইউজেনিও মেনা, আর্তুরো ভিদাল, এরিক পুলগার, চার্লস আরাঙ্গুইজ, জিন মেনেসেস, ফেলিপে মোরা, এডুয়ার্ড ভার্গাস

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Argentina Football Lionel Messi
Advertisment