মেসি ফিফার বিচারে বর্ষসেরা হয়েছেন সোমবার। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো এবার ফিফার বর্ষসেরার বাছাই তালিকাতেও জায়গা পাননি। তবে ঘটনা হল, লড়াইয়ে না থাকা রোনাল্ডো এবার ভোটও দেননি।
বর্ষসেরা নির্ধারিত হয় ফিফার সদস্য দেশ গুলির কোচ, ক্যাপ্টেন এবং বাছাই সাংবাদিকদের ভোটের ভিত্তিতে। রোনাল্ডো পর্তুগালের জাতীয় দলের ক্যাপ্টেন। জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচে অধিনায়কত্ব করা পর্তুগিজ মহানায়ক কাকে ভোট দেন, সেদিকে নজর ছিল সকলের। তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনাল্ডো নন, পর্তুগালের হয়ে ভোটে অংশ নিয়েছেন পেপে। এমনটাই জানিয়েছে ফিফা। রোনাল্ডো বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চেই অধিকাংশ সময় কাটিয়েছেন।
আরও পড়ুন: রোনাল্ডোকে কাঁদিয়ে এককভাবে শীর্ষে মেসি! ফিফার সেরার সেরা তালিকায় রেকর্ড অর্জন মহানায়কের
রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ পেপে অবশ্য মেসিকে ভোট দেননি। প্ৰথম পছন্দ হিসাবে তিনি ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপেকে। তারপরে নিজের প্রাক্তন ক্লাব রিয়েল মাদ্রিদের দুই সতীর্থ করিম বেঞ্জিমা এবং লুকা মদ্রিচকে ভোট দিয়েছেন তিনি।
যাইহোক, বিশ্বকাপ জয়ের পর আরও একবার মেসি টেক্কা দিলেন ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে। সোমবার ফিফার বর্ষসেরা পুরস্কারে ফের একবার সম্মানিত হলেন মেসি। টানা দু-বছর মহিলাদের ফুটবলে ফিফার বর্ষসেরা হলেন আলেক্সিয়া পুতেয়াস।
আরও পড়ুন: এমবাপে ধারেকাছেই নেই মেসির! ফিফার সেরার সেরা পুরস্কার বিশ্বকাপজয়ী মহানায়ককেই
গত বছর কাতারে কিলিয়ান এমবাপের ফ্রান্সের বিরুদ্ধে মেসি ম্যাজিকে ভর করে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর। তারপর ফিফার বর্ষসেরার তালিকায় মেসির সঙ্গেই বাছাই তালিকায় ছিলেন কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমারা। তবে দুই ফরাসি তারকাকে টেক্কা দিয়ে সপ্তমবারের মত ফিফার সেরা হলেন মেসি। গত ১৪ বছরে সাতবারই এই পুরস্কার উঠল মেসির হাতে।
আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত মেসি-এমবাপেদের বন্ধু! ভয়ঙ্কর ঘটনায় কালির ছিটে বিশ্বকাপের চমক জাগানো তারকার
ফিফার বর্ষসেরার সম্মান পেয়ে আপ্লুত মেসি বলে দিয়েছেন, “পাগলের মত মনে হচ্ছে। দীর্ঘদিন অপেক্ষার শেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। শেষ পর্যন্ত সেই স্বপ্ন সার্থক হয়েছে। এটা আমার কেরিয়ারে ঘটা সুন্দরতম ঘটনা। যে কোনও ফুটবলারের কাছেই এটা স্বপ্ন। তবে খুব কম সংখ্যক ফুটবলারই এই স্বপ্ন অর্জন করতে পারে। এই কৃতিত্বের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।”
Read the full article in ENGLISH