Mohun Bagan Cristiano Ronaldo: সব জল্পনার অবসান করে সৌদি আরবের আল-নাসেরেই (Al Nassr) থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদির ক্লাবের সঙ্গে আরও ২ বছরের জন্য চু্ক্তি করেছেন রোনাল্ডো। তার মানে ২০২৭ পর্যন্ত পেশাদার ফুটবল খেলা চালিয়ে যাবেন পর্তুগিজ মহাতারকা। তার চেয়েও খুশির খবর রোনাল্ডো ভক্তদের জন্য, আগামী বছর অর্থাৎ ২০২৬ ফিফা বিশ্বকাপে তাঁকে মাঠ কাঁপাতে দেখা যাবে। তবে সবচেয়ে খুশির খবর মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য। সব ঠিক থাকলে এই মরশুমেই সিআর সেভেনকে দেখা যাবে সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে।
রোনাল্ডো যে বলেছেন তাতে আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, রোনাল্ডো আল-নাসেরে থাকবেন কি না। তিনি থাকুন এটাই চাইছিলেন সৌদি ক্লাব এবং মোহনবাগান সমর্থকরা। সৌদি প্রো-লিগের ক্লাবে দুবার সোনার বুট এবং একটি আরব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া আর তেমন সাফল্য পাননি রোনাল্ডো। ২০২৪-২৫ মরশুমে লিগে তিন নম্বরে শেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলারও সুযোগ হারিয়েছে আল-নাসের। সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে হবে তাদের। যেখানে এবার খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)।
আরও পড়ুন শেষবেলায় মত বদল, মোহনবাগানে আসছেন না তারকা ফুটবলার! হতাশ সবুজ-মেরুন সমর্থকরা
আইএসএল লিগ শিল্ড এবং কাপ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলবে মোহনবাগান। আর তাতেই জোড়া খুশির খবর সবুজ-মেরুন সমর্থকদের জন্য। রোনাল্ডো আল-নাসেরে থাকবেন মানে তাঁকে দেখা যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে। আর এই টুর্নামেন্টেই এবার খেলবে মোহনবাগানও। তাই আল-নাসেরের সঙ্গে মোহনবাগান খেলবে না এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে রোনাল্ডোকে দেখা যেতে পারে সবুজ-মেরুন ব্রিগেডের বিপক্ষে খেলতে। একবার ভাবুন, মোহনবাগান সমর্থকে উপচে পড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি আগে ভারতে খেলতে এলেও সিআর সেভেন কখনও খেলতে আসেননি এদেশে। আর সেই রোনাল্ডো কি না খেলবেন যুবভারতীতে, তাও আবার মোহনবাগানের বিপক্ষে।
আরও পড়ুন মোহনবাগান কি সত্যিই ডুরান্ডে খেলবে না? মুখ খুললেন শিলটন
একসময় পেলের ক্লাব কসমস খেলেছিল কলকাতায়। মোহনবাগানের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। ফুটবল সম্রাট পেলেকে দেখার জন্য সেদিন ইডেনে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল। মোহনবাগান রুখে দিয়েছিল পেলের কসমসকে। সেই অভিজ্ঞতা আবারও পেতে পারে কলকাতা। যখন রোনাল্ডোর দল আল-নাসের আসবে কলকাতায়। খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। এই আশাতেই বুক বাঁধছে কোটি কোটি সবুজ-মেরুন সমর্থক।