/indian-express-bangla/media/media_files/2025/06/28/shilton-paul-on-mohun-bagan-2025-06-28-18-56-42.jpg)
২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগানের অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন শিলটন
Durand Cup 2025: ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) নাকি ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে চাইছে না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের ডুরান্ড কাপ। চলবে ২৩ অগাস্ট পর্যন্ত। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্টে তাদের রিজার্ভ দল খেলাতে নামাবে। তবে এবার শোনা যাচ্ছে যে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে সবুজ-মেরুন ব্রিগেড তাদের প্রাক-মরশুম অনুশীলন শুরু করতে পারে।
Mohun Bagan Super Giant: অভিষেককে সই করিয়ে বাড়ল বিপদ? অশনি সংকেত দেখছেন মোহনবাগান সমর্থকরা
সূত্রের খবর, আইএসএল টুর্নামেন্ট নিয়ে যেহেতু অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, সেকারণে বেশ কয়েকটা ক্লাব ইতিমধ্যে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়াও সেই তালিকায় নাম রয়েছে কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, মুম্বই সিটি এবং এফসি গোয়ার। যদিও কোনও ক্লাবই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে মন্তব্য করতে চায়নি।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে মোহনবাগানের প্রাক্তন 'বাজপাখি' শিলটন পালের (Shilton Paul) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বর্তমানে তিনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যুব ফুটবল সচিব পদে রয়েছেন। শিলটন বললেন, 'আমি কলকাতার বাইরে রয়েছি। গোটা ব্যাপারটা আমি জানি না। আজ সকালেই আমি এই ব্যাপারটা শুনলাম।'
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/28/shilton-paul-2025-06-28-19-02-04.jpg)
এরপর তিনি বলেন, 'একজন ফুটবলার হিসেবে আমি অবশ্যই চাইব, মোহনবাগান যেন প্রত্যেকটা ভাল টুর্নামেন্টই খেলতে পারে। শুধুমাত্র মোহনবাগানই নয়, আমি শুনলাম যে আরও বেশ কয়েকটা ক্লাব ডুরান্ড থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় ডুরান্ডকে বোধহয় ওরা ফোকাস করতে চাইছে না। আর তাই বোধহয় নাম তুলে নিতে চাইছে। প্রত্যেক দল কোন লক্ষ্যকে সামনে রেখে এগোতে চাইছে, সেটা একমাত্র টিম ম্য়ানেজমেন্টই বলতে পারবে।'
সঙ্গে আরও যোগ করেন, 'গত মরশুমে তো প্রতিটা দলই ডুরান্ডে অংশগ্রহণ করেছিল। আমি আশা করব, এই বছরও হয়ত তেমন কিছু একটা হতে পারে। কিংবা এটাও হতে পারে যে ডুরান্ড কাপটা এমন একটা সময় আয়োজন করা হচ্ছে, যে সময়ে দলগুলো ডুরান্ডকে হয়ত খুব বেশি একটা গুরুত্ব দিতে চাইছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডুরান্ড একটা ঐতিহাসিক টুর্নামেন্ট। এটা হওয়া দরকার। প্রত্যেকটা দলেরই এই টুর্নামেন্ট খেলা উচিত। শুধুমাত্র মোহনবাগান নয়, প্রত্যেকটা দলেরই অংশগ্রহণ করা উচিত। বাকিটা ম্য়ানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।'
বিশেষ সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ক্লাবগুলো আপাতত ১৮ জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। আগামী ১৮ জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেবে সর্বোচ্চ আদালত। সেই রায়ের অপেক্ষা আপাতত করা হচ্ছে। কারণ এই একটা সিদ্ধান্তের উপরেই ক্লাবগুলোর ট্রান্সফার পরিকল্পনা এবং প্রাক-মরশুম বিভিন্ন প্ল্যান নির্ভর করছে।
তবে ইস্টবেঙ্গল এফসি, পঞ্জাব এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করার ইচ্ছা ইতিমধ্যেই প্রকাশ করেছে। পাশাপাশি আই-লিগ থেকে ডায়মন্ড হারবার এফসি'ও এই টুর্নামেন্টে যোগ দেবে।