Mohun Bagan Transfer Update: কথার খেলাপ করলেন আবদুল? আসব বলেও আসছেন না মোহনবাগানে

Mohun Bagan Transfer News: আগামী মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, বাগান ম্যানেজমেন্ট হায়দরাবাদ এফসি-র উইঙ্গার আবদুল রাবিহ-র সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিল।

Mohun Bagan Transfer News: আগামী মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, বাগান ম্যানেজমেন্ট হায়দরাবাদ এফসি-র উইঙ্গার আবদুল রাবিহ-র সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিল।

author-image
Koushik Biswas
New Update
ISL-Mohun Bagan: মোহনবাগানের জয়ের পর

হতাশ বাগান সমর্থকরা

Mohun Bagan Super Giant News: আগামী মরশুমের (ISL 2025-26) জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। লক্ষ্য একটাই। ২০২৪-২৫ মরশুমের সাফল্য ধরে রাখা। আর সেকারণেই বাগান ম্যানেজমেন্ট হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) ফুটবলার আবদুল রাবিহ-র সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিল। কিন্তু, সেই কথাবার্তা আপাতত থমকে গিয়েছে। কী কারণে ভেস্তে গেল যাবতীয় আলোচনা? আসুন, সেই ব্যাপারে কথা বলা যাক।

Advertisment

Mohun Bagan Super Giant: রোনাল্ডোর এক সিদ্ধান্তে খুশির ঢেউ মোহনবাগানে, আনন্দে লাফাচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা

২০২১ সালে আবদুল রাবিহ হায়দরাবাদ এফসি-র রিজার্ভ স্কোয়াডে যোগ দিয়েছিলেন। ওই বছরই ডুরান্ড কাপে তিনি ক্লাবের মূল স্কোয়াডে নাম লেখান। ২০২৪-২৫ আইএসএল মরশুমে হায়দরাবাদ এফসি-র হয়ে ৫ ম্যাচ খেলেছিলেন। তো, এই ভারতীয় উইঙ্গারকে দলে টানার জন্যই কথাবার্তা শুরু করেছিল মোহনবাগান। তবে শোনা যাচ্ছে, সেই আলোচনা নাকি ইতিমধ্যই থমকে গিয়েছে। 

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগান কি সত্যিই ডুরান্ডে খেলবে না? মুখ খুললেন শিলটন

সূত্রের খবর, ২৪ বছর বয়সি এই ফুটবলারকে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে যে ট্রান্সফার ফি অফার করা হয়েছিল, তাতে নাকি একেবারেই খুশি হতে পারেননি। আর সেকারণেই নাকি এই চুক্তি আপাতত থমকে গিয়েছে। তবে শোনা যাচ্ছে, বাগান কর্তারা নাকি চুক্তির অঙ্ক নিয়ে পুনরায় চিন্তাভাবনা করবেন। তারপর আবারও আবদুলকে অফার করা হতে পারে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি।

ডুরান্ডে অনিশ্চিত মোহনবাগান

এদিকে আবার ২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তারা নাকি এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে পারে। কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে? আসলে, ডুরান্ড কাপকে ইন্ডিয়ান সুপার লিগের ড্রেস রিহার্সাল হিসেবে দেখা হয়। সেকারণে প্রত্যেকটা দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে। সেকারণে বিদেশিদেরও ডেকে নেওয়া হয়। কিন্তু, ২০২৫-২৬ মরশুমে আইএসএল টুর্নামেন্ট হবে কি না, সেই ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেকারণেই ডুরান্ড থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mohun Bagan Super Giant Updates: কাটল যাবতীয় আশঙ্কার মেঘ, মোহনবাগানেই সই করলেন তারকা ফুটবলার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৮ জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেবে সর্বোচ্চ আদালত। সেই রায়ের অপেক্ষা আপাতত করা হচ্ছে। কারণ এই একটা সিদ্ধান্তের উপরেই ক্লাবগুলোর ট্রান্সফার পরিকল্পনা এবং প্রাক-মরশুম বিভিন্ন প্ল্যান নির্ভর করছে। তারপরই হয়ত মোহনবাগান সুপার জায়ান্ট ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।

Mohun Bagan ISL 2025-26 Mohun Bagan Super Giant Hyderabad FC