CSK vs KKR IPL 2025: ধোনির নেতৃত্বে চিপকে ৫ লজ্জার রেকর্ড CSK-এর, টানা পাঁচ ম্যাচে হার চেন্নাইয়ের

CSK vs KKR IPL 2025: চেন্নাই সুপার কিংস তার হোম গ্রাউন্ড এমএ চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) টানা তিনটি ম্যাচ হারল। এটাই আইপিএলের ইতিহাসে প্রথমবার CSK চিপকে টানা তিনটি ম্যাচ হারল।

CSK vs KKR IPL 2025: চেন্নাই সুপার কিংস তার হোম গ্রাউন্ড এমএ চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) টানা তিনটি ম্যাচ হারল। এটাই আইপিএলের ইতিহাসে প্রথমবার CSK চিপকে টানা তিনটি ম্যাচ হারল।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK vs KKR IPL 2025: ঘরের মাঠে লজ্জার মাথা খেয়ে ৫ রেকর্ড চেন্নাইয়ের

CSK vs KKR IPL 2025: ঘরের মাঠে লজ্জার মাথা খেয়ে ৫ রেকর্ড চেন্নাইয়ের

IPL 2025 5 Worst Records for CSK: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) IPl 2025-এ লজ্জার হারের ৫টি রেকর্ড গড়েছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে পরাজিত করেছে। এই হারে ধোনি এবং CSK-এর জন্য একাধিক লজ্জাজনক রেকর্ড তৈরি করেছে। এমনকি তাদের প্লে-অফের আশাও ক্রমশ ক্ষীণ হচ্ছে। CSK হল IPL 2025-এ প্রথম দল যারা ৫টি ম্যাচে হার নিয়ে ইতিহাস গড়েছে। CSK-এর 5টি লজ্জাজনক রেকর্ড হল:

Advertisment

১. চিপক স্টেডিয়ামে সর্বনিম্ন স্কোর:

শুক্রবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়। KKR টস জিতে প্রথমে বল করে CSK-কে ৯ উইকেটে মাত্র ১০৩ রানে আটকে দেয়। এটি আইপিএলের ১৮ বছরের ইতিহাসে চিপকে CSK-এর সর্বনিম্ন স্কোর।

আরও পড়ুন ঘরের মাঠে লজ্জার হার, চেন্নাইকে দুরমুশ করল কলকাতা নাইট রাইডার্সCSK

Advertisment

২. ৫৯ বল বাকি থাকতে পরাজয়:

কলকাতা নাইট রাইডার্স ১০.১ ওভারেই ম্যাচ জিতে যায়। বল বাকি থাকার ক্ষেত্রে এটি CSK-এর সবচেয়ে বড় পরাজয়। এটাই প্রথম বার ধোনির নেতৃত্বাধীন দল ৫৯ বল বাকি থাকতে ম্যাচ হেরেছে।

৩. চিপকে টানা তিন ম্যাচে হার:

চেন্নাই সুপার কিংস তার হোম গ্রাউন্ড এমএ চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) টানা তিনটি ম্যাচ হারল। এটাই আইপিএলের ইতিহাসে প্রথমবার CSK চিপকে টানা তিনটি ম্যাচ হারল।

আরও পড়ুন সিংহের ডেরায় লজ্জার হার চেন্নাইয়ের, ম্যাচের শেষে কী বললেন 'অধিনায়ক' ধোনি?

৪. IPL 2025-এর সর্বনিম্ন স্কোর:

চেন্নাই সুপার কিংসের ১০৩ রান IPL 2025-এ কোনও দলের সর্বনিম্ন স্কোর। এর আগে KKR গত ৩১ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১৬ রানে অল আউট হয়েছিল।

৫. IPL 2025-এ টানা ৫ ম্যাচে পরাজয়: 

চেন্নাই সুপার কিংস আইপিএলের এই মরশুমে টানা ৫টি ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পরে চেন্নাই তার পরবর্তী সমস্ত ম্যাচ হেরেছে। এর ফলে CSK-কে প্রথম দল হিসাবে কোনও আইপিএলের মরশুমে টানা ৫ ম্যাচ হেরেছে।

আরও পড়ুন ৪৩-এর ধোনিই একা নন, এই 'বুড়ো' ক্রিকেটাররাও সামলেছেন ক্যাপ্টেনের দায়িত্ব, তাঁদের নাম জানেন?

KKR CSK vs KKR CSK MS DHONI IPL 2025