CSK vs KKR Match Report: সিংহের ডেরায় লজ্জার হার চেন্নাইয়ের, ম্যাচের শেষে কী বললেন 'অধিনায়ক' ধোনি?

CSK vs KKR Highlights: শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এই ম্য়াচে চেন্নাই ৮ উইকেটে হেরে যায়। ম্য়াচের শেষে হতাশ হয়ে পড়লেন ধোনি।

CSK vs KKR Highlights: শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এই ম্য়াচে চেন্নাই ৮ উইকেটে হেরে যায়। ম্য়াচের শেষে হতাশ হয়ে পড়লেন ধোনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mahendra Singh Dhoni Captain

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

চিপক স্টেডিয়ামে বরাবরই যে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) শক্ত ঘাঁটি, একথা আর আলাদা করে বলার দরকার নেই। কিন্তু, সেই চিপক স্টেডিয়ামেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গেল CSK। এই ম্য়াচের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন মহেন্দ্র সিং ধোনি।

Advertisment

প্রসঙ্গত, এই ম্য়াচে অধিনায়ক হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করেন ধোনি (MS Dhoni)। কিন্তু, কামব্যাক ম্য়াচটা একেবারে স্মরণীয় করতে পারলেন না তিনি। ৫৯ বল বাকি থাকতে চেন্নাইয়ের পরাজয়ের পর অনেকেই ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

CSK vs KKR Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার, চেন্নাইকে দুরমুশ করল কলকাতা নাইট রাইডার্স

বলছেন, ধোনির ক্যাপ্টেন্সিতে সেই আগের ক্ষীপ্রতা দেখতে পাওয়া যায়নি। তবে ম্যাচের শেষে মাহি বললেন, 'অনেক সময় চেষ্টা করলেও ফলাফল মনের মতো হয় না। আজকের রাতটাও আমাদের কাছে তেমনই ছিল। এই হারের কারণ আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে।'

Advertisment

চেন্নাই সুপার কিংস দলের বর্তমান অধিনায়কের কথায়, 'আমাদের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু, সেগুলো ঠিকঠাকভাবে ট্যাকল করা দরকার ছিল। এই ম্য়াচে আমরা খুব বেশি রান করতে পারিনি। কারণ বলটা একটু থেমে তারপর ব্য়াটে আসছিল। এমনকী, দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা ঘটেছে। কলকাতা নাইট রাইডার্স দলে বিশ্বমানের স্পিনার রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা এঁটে উঠতে পারিনি।'

IPL 2025: ৪৩-এর ধোনিই একা নন, এই 'বুড়ো' ক্রিকেটাররাও সামলেছেন ক্যাপ্টেনের দায়িত্ব, তাঁদের নাম জানেন?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই পরাজয় চেন্নাই সুপার কিংসের কাছে একটা বড়সড় ধাক্কা। আইপিএল (IPL 2025) ইতিহাসে এই প্রথমবার তারা টানা ৫ ম্য়াচ পরাস্ত হল। পাশাপাশি চিপক স্টেডিয়ামেও এই নিয়ে হারের হ্যাটট্রিক করল তারা। শুক্রবারের ম্যাচে চেন্নাই সুপার কিংসের জন্য কিছুই ঠিকঠাক হয়নি। 

Dhoni Trolled: 'গ্রেটেস্ট ফিনিশার', ধোনি ব্যর্থ হতেই ভাইরাল কিং কোহলির পোস্ট

ধোনি আরও যোগ করলেন, 'আমরা অন্য কোনও দলের সঙ্গে নিজেদের তুলনা করতে চাই না। আমাদের দলে যথেষ্ট ভাল ওপেনার রয়েছে। দলের কঠিন সময়ে অতটাও যথেচ্ছ ব্যাটিং করা উচিত হয়নি। মিডল ওভারে কয়েকটা বাউন্ডারি হাঁকাতে পারলেই, একটা সম্মানজনক স্কোর আমরা খাড়া করতে পারতাম। দলের মিডল অর্ডারকে আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করার দরকার ছিল।'

MS Dhoni IPL 2025: বয়স ৪৩, তাতে কী! অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

IPL 2025 Chennai Super Kings MS DHONI