Gukesh beats Carlsen: 'অহঙ্কারি' কার্লসেনকে ফের হারালেন গুকেশ, মগজাস্ত্রেই কটাক্ষের জবাব 'দুর্বল প্লেয়ারের'

D Gukesh beats Magnus Carlsen: গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব এডিশনে সুপারইউনাইটেড ব়্যাপিড ২০২৫ দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন গুকেশ। জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেন ভারতীয় দাবাড়ু। 

D Gukesh beats Magnus Carlsen: গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব এডিশনে সুপারইউনাইটেড ব়্যাপিড ২০২৫ দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন গুকেশ। জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেন ভারতীয় দাবাড়ু। 

author-image
IE Bangla Sports Desk
New Update
Gukesh beats Karlsen: দ্বিতীয়বার কার্লসেনকে হারালেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ

Gukesh beats Carlsen: দ্বিতীয়বার কার্লসেনকে হারালেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ

Gukesh beats Carlsen: যাবতীয় কটাক্ষের যোগ্য জবাব দিলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ (Gukesh Dommaraju)। মগজাস্ত্রের লড়াইয়ে ফের পরাস্ত করলেন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen)। এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেনকে হারালেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। টুর্নামেন্ট শুরুর আগে দুর্বল প্লেয়ার কটাক্ষ হজম করতে হয়েছিল গুকেশকে। সেই কটাক্ষের জবাবই দাবার (Chess) ৬৪ খোপের লড়াইয়ে দিলেন ভারতীয় দাবাড়ু। 

Advertisment

গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব এডিশনে সুপারইউনাইটেড ব়্যাপিড ২০২৫ দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন গুকেশ। জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেন ভারতীয় দাবাড়ু। 

বৃহস্পতিবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গুকেশের কাছে। কারণ প্রতিযোগিতার শুরুটা তাঁর মোটেও ভাল হয়নি। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টারের কাছে প্রথম রাউন্ডে হারেন তিনি। পরের দুই রাউন্ডে জিতে ফের লড়াইয়ে ফেরেন তিনি। কার্লসেনের কাছে হারলে ফের পিছিয়ে পড়তেন গুকেশ। সেটা জানতেন ভারতীয় দাবাড়ু। এদিন চ্যাম্পিয়নের মতোই খেলে কার্লসেনকে শুধু হারালেন-ই না, রীতিমতো ছেলেখেলা করলেন কার্লসেনকে নিয়ে।

আরও পড়ুন দাবায় ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ! কোটি কোটি টাকার প্রাইজ মানি ভারতীয় তারকার জন্য

Advertisment

কিছুদিন আগেই নরওয়ে ওপেনে কার্লসেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। সেই ম্যাচ গোটা বিশ্বে নজির সৃষ্টি করেছিল। এই ম্যাচের আগে গুকেশকে যথেষ্ট কটাক্ষ করেছিলেন কার্লসেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন তাঁর থেকে অনেক ছোট গুকেশকে টুর্নামেন্টের সবচেয়ে দূর্বল প্লেয়ার বলে সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন। কার্লসেন বলেন, 'গুকেশ আগের বার ভাল পারফর্ম করেছিল ঠিকই। কিন্তু ওঁকে প্রমাণ করতে হবে এই ফরম্যাটে ও সেরা প্লেয়ার। ওঁকে এই টুর্নামেন্টে অন্যতম দুর্বল প্লেয়ার হিসাবেই ধরছি।'

আরও পড়ুন দাবায় বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ তামিল নাকি তেলুগু! জন্মের শিকড় নিয়ে ঝড় প্রকাশ্যে

কিন্তু কথায় আছে না, অতি বাড় বেড়ো না...! কার্লসেনের সঙ্গে সেটাই হল। দুর্বল প্লেয়ারের কাছেই হারতে হল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ুকে। অবশ্য হারের ঢোঁক গিলেছেন কার্লসেন। গুকেশের যথেষ্ট প্রশংসা শোনা গেছে তাঁর গলায়। সেইসঙ্গে হারের জন্য নিজের খারাপ ফর্মকে দায়ী করেছেন কার্লসেন। গুকেশের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভ। তিনি বলেছেন, 'যেভাবে কার্লসেন হেরেছে তাতে ওঁর একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে।'

chess Gukesh Dommaraju