Daniel Naroditsky Death: দাবার দুনিয়ায় নক্ষত্রপতন, মাত্র ২৯-য়েই চিরঘুমের দেশে তারকা গ্র্যান্ডমাস্টার

Daniel Naroditsky Death: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চেস গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিটস্কি সোমবার (২০ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৯ বছর।

Daniel Naroditsky Death: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চেস গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিটস্কি সোমবার (২০ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৯ বছর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Daniel Naroditsky

মারা গেলেন বিশ্বখ্যাত দাবাড়ু ড্যানিয়েল নারোডিটস্কি

Daniel Naroditsky: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চেস (Chess) গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিটস্কি সোমবার (২০ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। খেলার পাশাপাশি কমেন্ট্রির জন্যও যথেষ্ট জনপ্রিয় ছিলেন নারোডিটস্কি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ড্যানিয়েল। দাবার দুনিয়ায় তিনি যথেষ্ট পরিচিত নাম ছিলেন। মাত্র ১৮ বছর বয়সেই অর্জন করেছিলেন গ্র্যান্ডমাস্টার উপাধি। সম্প্রতি ইউএস ন্যাশনাল ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপও জয় করেছিলেন তিনি।

Advertisment

Chess Championship: পুজোর মধ্যেই বাংলার ছেলের এশিয়া জয়, জোড়া সোনা জিতে দেশের গৌরব অঙ্কিত

শার্লোটি চেস সেন্টারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ড্যানিয়েল নারোডিটস্কির অপ্রত্যাশিত মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে। ড্যানিয়েল অসম্ভব প্রতিভাবান একজন দাবাড়ু হওয়ার পাশাপাশি শিক্ষক এবং দাবা কমিউনিটির একজন প্রিয় সদস্য ছিলেন। সেইসঙ্গে একজন ভাল ছেলে, ভাই এবং নির্ভরযোগ্য বন্ধু হিসেবে যথেষ্ট সুনাম ছিল। আসুন, দাবার প্রতি ড্যানিয়েলের এই ভালবাসা এবং আবেগকে আমরা সম্মান জানাই।'

Advertisment

Aarini Lahoty Chess: বয়স মাত্র ৫ বছর! দাবায় 'কিস্তিমাত' করল দিল্লির খুদে

শোকজ্ঞাপন করলেন বিশ্বনাথন আনন্দ

ড্যানিয়েলের এই মৃত্যুর খবর শুনে কার্যত শোকস্তব্ধ ভারতের কিংবদন্তী দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। তিনি লিখেছেন, 'গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিটস্কির মৃত্যুতে আমি সত্যিই শোকাহত। ও এক দাবার অসাধারণ ধারাভাষ্যকর এবং শিক্ষক ছিল। একজন সত্যিকারের ভাল মানুষ। ওর জীবনটা খুব তাড়াতাড়িই ফুরিয়ে গেল। ড্যানিয়েলের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দাবার দুনিয়ায় ওর অভাব চিরকাল অনুভূত হবে।'

D Gukesh Chess: দুরন্ত কামব্যাক এই ভারতীয় দাবাড়ুর, গর্বিত করলেন গোটা দেশকে

কিন্তু, কী কারণে ড্যানিয়েল নারোডিটস্কি মারা গিয়েছেন, সেই ব্যাপারটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। ওঁর পরিবারের পক্ষ থেকেও এই ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ড্যানিয়েলের বাবা ভ্লাদিমির ইউক্রেনের বাসিন্দা। অন্যদিকে, মা লীনা আজারবাইজানের। মাত্র ৬ বছর বয়স থেকেই ড্যানিয়েল দাবা খেলা শুরু করে দিয়েছিলেন। পাশাপাশি নিউইয়র্ক টাইমসের হয়ে তিনি প্রতিবেদনও লিখতেন।

chess Daniel Naroditsky