/indian-express-bangla/media/media_files/2025/08/20/chess-2025-08-20-12-33-09.jpg)
সিঙ্কফিল্ড কাপে দুর্দান্ত কামব্য়াক গুকেশ ডোম্মারাজুর
Gukesh Dommaraju: সেন্ট লুইসে আয়োজিত সিঙ্কফিল্ড কাপে দুর্দান্ত কামব্য়াক করলেন গুকেশ ডোম্মারাজু। চিরপ্রতিদ্বন্দ্বী নডির্বেক আবদুসাত্তোরোভকে তিনি হেলায় হারিয়ে দিলেন। প্রসঙ্গত, এই দাবা (Chess) টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দর কাছে হেরে গিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ। এই জয়ের পর গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে শেষ বার গুকেশকে ক্ল্যাসিক্যাল দাবায় হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। এরপর ফের ২০২৫ সালে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটালেন তিনি। অন্যদিকে, এই হারের পর রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন গুকেশ। তিনি জানিয়েছিলেন, 'এটা আমার কেরিয়ারে অন্যতম জঘন্য ম্য়াচ।'
যাইহোক, নডির্বেক আবদুসাত্তোরোভকে দ্বিতীয় রাউন্ডে হারানোর পর গুকেশ নিজেও খুশিতে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই জয়টা তাঁর কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল। দাবা ইতিহাসের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন বললেন, 'গতকালের ওই পরাজয়ের পর এই সাফল্যটা আমার খুব ভাল লাগছে। সম্ভবত, ওটাই আমার কেরিয়ারের জঘন্যতম ম্যাচ ছিল। তবে কামব্য়াক করতে পেরে খুবই ভাল লাগছে। আমি যখন এই ম্য়াচটা খেলতে বসেছিলাম, তখন ড্রয়ের ব্যাপার মাথাতেই আসেনি। ভেবেছিলাম যে হয় জিতব, নয়ত হারব।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উজবেক গ্র্যান্ডমাস্টারকে ১৭ নম্বর চালে ধরাশায়ী করেন ভারতের এই বিস্ময় বালক।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/08/20/d-gukesh-2025-08-20-12-25-42.jpg)
ড্র করলেন প্রজ্ঞানন্দ
ইতিমধ্যে, সিঙ্কফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই ম্য়াচটি শেষপর্যন্ত ড্র হয়ে যায়।
Bengal Chess Player: আন্তর্জাতিক দাবায় অভাবনীয় সাফল্য, ঐশিক-সর্বার্থকে সংবর্ধনা রাজ্য সরকারের
ম্যাচের শেষে কারুয়ানা বললেন, 'শুরুতেই আমি ওকে চমকে দিতে চেয়েছিলাম। কিন্তু, আমার মনে হয় যে ওই সময় বেশ কয়েকটা চাল দিতে আমি ভুল করেছিল। সেকারণে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সেকারণে আমি একটি বোড়ের বলিদান দেওয়ার সিদ্ধান্ত নিই। তবে শেষপর্যন্ত যে ম্য়াচটা ড্র করতে পেরেছি, এতেই আমি খুশি।'