Aarini Lahoty Chess: বয়স মাত্র ৫ বছর! দাবায় 'কিস্তিমাত' করল দিল্লির খুদে

Aarini Lahoty: বয়স মাত্র ৫ বছর! কিন্তু, তাতে কী? এই বয়সেই অরিনি লাহোটি মগজাস্ত্রে যা শান দিয়েছে, সেটা হয়ত কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Aarini Lahoty: বয়স মাত্র ৫ বছর! কিন্তু, তাতে কী? এই বয়সেই অরিনি লাহোটি মগজাস্ত্রে যা শান দিয়েছে, সেটা হয়ত কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Aarini Lahoty

পাঁচ বছরের খুদে দাবাড়ু অরিনি লাহোটি

Aarini Lahoty: বয়স মাত্র ৫ বছর! কিন্তু, তাতে কী? এই বয়সেই মগজাস্ত্রে যা শান দিয়েছে, সেটা হয়ত কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। ইতিমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছে দিল্লির দাবাড়ু (Chess) অরিনি লাহোটি। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দাবার বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ইতিমধ্যে নজর কেড়েছে। এই 'পুঁচকে' দাবাড়ু ক্লাসিকাল, র‍্যাপিড এবং ব্লিৎজ ফরম্য়াটে নাম লিখিয়ে ফেলেছে।

Advertisment

D Gukesh Chess: দুরন্ত কামব্যাক এই ভারতীয় দাবাড়ুর, গর্বিত করলেন গোটা দেশকে

সম্প্রতি যে ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, সেখানে অরিনি ক্লাসিকালে ১,৫৫৩ পয়েন্ট, র‍্যাপিডে ১,৫৫০ পয়েন্ট ও ব্লিৎজে ১,৪৯৮ পয়েন্ট সংগ্রহ করেছে। দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গত অগাস্ট মাসেই র‍্যাপিড র‍্যাঙ্কিংয়ে নাম উঠেছিল। এবার তিনটে বিভাগেই সে দেশের নাম উজ্জ্বল করল।

Advertisment

Bengal Chess Player: আন্তর্জাতিক দাবায় অভাবনীয় সাফল্য, ঐশিক-সর্বার্থকে সংবর্ধনা রাজ্য সরকারের

পাঁচ বছরেই ১১ ট্রফি জয়

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৯-এর ১৯ সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করে অরিনি। বাবা সুরেন্দ্র লাহোটির কাছে দাবায় হাতেখড়ি। ইতিমধ্যে অরিনি বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় ১১টি ট্রফি জয় করেছে। মেয়ের এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত সুরেন্দ্র লাহোটি। তিনি বললেন, 'বাড়িতেই ওর দাবার যাবতীয় প্রশিক্ষণ হয়েছে। আমাদের স্বপ্ন, ও যে সব ফরম্যাটের সব টুর্নামেন্ট খেলতে পারে। আশা করছি যে সময়ের সঙ্গেই ও তিনটে ফরম্য়াটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। মেয়ের এই ব়্যাঙ্কিং দেখে আমি অত্যন্ত খুশি।'

Tata Steel Chess Tournament 2025: উইজক আন জি-তে, টাটা স্টিল দাবা ২০২৫

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'দাবা খেলায় ওর কোনও অনীহা নেই। যখনই কোনও টুর্নামেন্টের কথা বলা হয়, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর সেকারণেই মাত্র ৫ বছর বয়সেই ও অনূর্ধ্ব-৭ বিভাগে চ্য়াম্পিয়ন হয়েছে। আর অনূর্ধ্ব-১৬ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রসঙ্গত, দিল্লিতে সুরেন্দ্রর একটি দাবা অ্যাকাডেমি রয়েছে।

D Gukesh Chess World Championship Prize Money, Earnings: দাবায় ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ! কোটি কোটি টাকার প্রাইজ মানি ভারতীয় তারকার জন্য

পরিবার সূত্রে খবর, মাত্র এক বছর বয়সেই অরিনি দাবার বোর্ড সাজাতে শিখে গিয়েছিল। ভারতের আপাতত দাবা খেলার গোল্ডেন পিরিয়ড চলছে। একে একে নাম উঠে আসছে গুকেশ, প্রজ্ঞানন্দ, বৈশালীদের। প্রত্যেকেই উজ্জ্বল করছেন দেশের মুখ। সেই তালিকায় এবার অরিনির নামও যোগ হয়েছে। আগামীদিনে সে কতখানি সাফল্য অর্জন করতে পারে, সেটাই দেখার।

chess Aarini Lahoty