Advertisment

কোহলির এইট প্য়াক অ্যাবসে মুগ্ধ ওয়ার্নার, লিখলেন 'ওহ আই লাভ দিস ম্য়ান'

ফিটনেসকে অন্য় পর্যায় নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। আজ বিশ্বের অন্য়তম সেরা ফিট অ্য়াথলিট তিনি। বাকিদের কাছে অনুপ্রেরণা। শেষ তিন বছরে আমূল বদলে গিয়েছেন বিরাট কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফিটনেসকে অন্য় পর্যায় নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। আজ বিশ্বের অন্য়তম সেরা ফিট অ্য়াথলিট তিনি। বাকিদের কাছে অনুপ্রেরণা। শেষ তিন বছরে আমূল বদলে গিয়েছেন বিরাট কোহলি। আজ তিনি শুধু ভারতেরই নন, বিশ্বের অন্যতম ফিট অ্যাথলিট।

Advertisment

চূড়ান্ত ‘ফিটনেস ফ্রিক’ হয়ে উঠেছেন এই ক’বছরে। ভারত অধিনায়ক ‘ফিটনেস গোল’-এর বেঞ্চমার্ক হয়ে গিয়েছেন। মাঝেমধ্য়েই কোহলি তাঁর জিম সেশনের ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়। তাঁর শরীরচর্চা অনুপ্রাণিত করেছে লক্ষ লক্ষ মানুষকে।

কোহলির সুঠাম চেহারার রহস্য় লুকিয়ে তাঁর কড়া ডায়েট আর নিয়মিত শরীরচর্চায়। কোহলি প্রায়ই জিম সেশনের ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়। যা দেখে অনুপ্রাণিত হন প্রচুর মানুষ। কোহলি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোশালে। সেখানে দেখা যাচ্ছে তিনি 'চিন-আপ' করছেন। তাঁর এইট প্য়াক অ্য়াবস ফুটে উঠছে।

আরও পড়ুন-লঞ্চে ‘না’ বিরাটের, ইডেন টেস্টের আগেই ফাঁস ক্যাপ্টেনের গঙ্গা-‘ভীতি’

View this post on Instagram

No days off. @one8.innerwear

A post shared by Virat Kohli (@virat.kohli) on

আরও পড়ুন-আমূল বদল কোহলির, ভিডিও পোস্ট করে শোনালেন শেষ তিন বছরের গল্প

কোহলির অ্য়াবসে মুগ্ধ অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি লিখলেন, " ওহ আই লাভ দিস ম্য়ান, অ্যাবস, অ্যাবস " কেরিয়ারের শুরুর দিকে কোহলির চেহারা আর পাঁচজন ক্রিকেটারের থেকে সেঅর্থে আলাদা ছিল না। কিন্তু কোহলি বিশ্বমানের ফিল্ডার ও ক্রিকেটার হয়ে ওঠার জন্য়ই প্রতিদিনি কঠিন ট্রেনিংয়ের মধ্য়ে দিয়েই যান। এখন প্রায় ভেগান হয়ে গিয়েছেন তিনি।

David Warner Virat Kohli
Advertisment