দীপক চাহারের আগুনে ফর্ম অব্য়াহত। ৪৮ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিক করলেন তিনি। গত রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের ফয়সলা ম্য়াচে হ্য়াটট্রি-সহ হাফ ডজন উইকেট তুলে ভারতকে ৩০ রানে জিতিয়েছিলেন তিনি। মঙ্গলবার সয়ৈদ মুস্তাক আলি ট্রফিতে ফের একবার হ্য়াটট্রিক করেলন আগ্রার বছর সাতাশের মিডিয়াম পেসার।
এদিন তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে রাজস্থান বনাম বিদর্ভের ম্য়াচে হ্য়াটট্রি করেছেন চাহার। তিন ওভার বল করে ১৮ রানের বিনিময় চার উইকেট তুলে নেন তিনি। তাঁর দুরন্ত বোলিংয়ে বিদর্ভ প্রথমে ব্য়াট করে ১৩ ওভারে ৯৯/৯ রানে গুটিয়ে যায়। শেষ ওভারে বল করতে এসে চাহার বিদর্ভের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন। রুশব রাঠোর, শ্রীকান্ত ওয়া, দর্শন নলকাণ্ডে, ও অক্ষয় ওয়াদকার তাঁর শিকার হন।
আরও পড়ুন-আইসিসি টি-২০ র্যাঙ্কিং: ৮৮ ধাপ উঠলেন দীপক চাহার
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্য়াচ ২০ ওভারের বদলে ১৩ ওভারে খেলা হয়। ভিজেডি নিয়মে রাজস্থানের জয়ের জন্য় ১০৭ রানের টার্গেট দাঁড়ায়। কিন্তু চাহারের দুরন্ত পারফরম্য়ান্সেও রাজস্থান জিততে পারেনি। এক রানে জয়ী হয় বিদর্ভ।
আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখন সেরা বোলিং পরিসংখ্য়ান চাহারের। নাগপুরে তাঁর দুরন্ত বোলিংয়ের আগে শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিসের ঝুলিতে ছিল সেই রেকর্ড। ২০১২ সালে আট রানে তিনি ৬ উইকেট তুলে নিয়েছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। চাহার নাগপুরে ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলে নিলেন ৬ উইকেট। একতা বিস্টের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্য়াটট্রিক করেছেন চাহার।