Deepti Sharma Sucess Story: 'মেয়ে হয়ে ক্রিকেট খেলো না...', সহজ ছিল না রাস্তা, কাঁদিয়ে দেবে এই তারকা ক্রিকেটারের সাফল্যের গল্প

ICC Women’s World Cup 2025: গত রবিবার মধ্য রাতে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলীা ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে।

ICC Women’s World Cup 2025: গত রবিবার মধ্য রাতে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলীা ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (30)

টিম ইন্ডিয়ার সঙ্গে জয়ে উল্লসিত দীপ্তি শর্মাও

Deepti Sharma: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ৫২ বছর পর এই প্রথমবার তারা ইতিহাস কায়েম করেছে। জিতেছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ১৯৮৩ সালে প্রথমবার কপিল দেবের নেতৃত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দল বিশ্বকাপ খেতাব জয় করেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে। টুর্নামেন্ট চলাকালীন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একাধিক ক্রিকেটার 'তারকা' হয়েছেন। কিন্তু, এমনও একজন ক্রিকেটার রয়েছেন যিনি ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সত্যি কথা বলতে কী, তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতেই টিম ইন্ডিয়া প্রথমবার আইসিসি-র কোনও খেতাব জয় করেছে।

Advertisment

Kranti Goud World Cup Journey: গয়না বন্ধক রাখতে হয়েছিল মাকে, বাবা হয়েছিলেন সাসপেন্ড, তবু থামেননি ক্রান্তি, আজ তিনি বিশ্বজয়ী!

অনন্য রেকর্ড করেছেন কায়েম

আমরা আলোচনা করছি দীপ্তি শর্মাকে নিয়ে। দীপ্তি এই টুর্নামেন্টে একাধিক রেকর্ড কায়েম করেছেন। ফাইনাল ম্য়াচে ৫৮ রান করে তিনি এক অনন্য রেকর্ড হাসিল করেন। বিশ্বকাপের এক মরশুমে তিনি ২০০-র বেশি রান করার পাশাপাশি ১৫ উইকেট শিকারী প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ইতিপূর্বে, অন্য় কোনও ক্রিকেটার এই রেকর্ড কায়েম করতে পারেননি। সেকারণে তাঁর হাতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব তুলে দেওয়া হয়েছে।

Advertisment

Pratika Rawal News: 'দেশের তেরঙার জন্য আমি গর্বিত', এক কথাতেই হৃদয় জিতলেন প্রতীকা

ছোটবেলা থেকেই হতে চেয়েছিলেন ক্রিকেটার

দীপ্তি ছোটবেলা থেকেই ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু, পরিবারের পক্ষ থেকে তাঁর এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে মেনে নেওয়া হয়নি। তাঁর মা সবসময়ই ক্রিকেট খেলতে বারণ করতেন। সেকারণেই তিনি লুকিয়ে-চুরিয়ে ম্য়াচ খেলতে যেতেন। শাহগঞ্জের রাধাবল্লভ ইন্টার কলেজ থেকে তিনি পড়াশোনা করেন। ক্রিকেট খেলাটাই তাঁর জীবনের প্রথম গুরুত্ব ছিল। তবে পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান। আত্মীয়রা তো বটেই, দীপ্তির বাবাও চাননি যে মেয়ে ক্রিকেটার হোক। কিন্তু, কারোর কথাই শেষপর্যন্ত দীপ্তি শোনেননি। নিজের দমে তিনি ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেন।

Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে!

দীপ্তির ওয়ানডে কেরিয়ার

২০১৪ সালে দীপ্তির ওয়ানডে ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। এখনও পর্যন্ত গোটা কেরিয়ারে তিনি ১২১ ম্য়াচ খেলছেন। এরমধ্যে ১০৩ ইনিংসে ৩৭.৮৯ ব্যাটিং গড়ে মোট ২,৭৩৯ রান করেছেন। ইতিমধ্যে তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স ১৮৮ রানের। গোটা কেরিয়ারে তিনি একটি শতরান এবং ১৮ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। বোলিংয়ের কথা যদি বলতে হয়, তাহলে ১২১ ম্য়াচের ১২০ ইনিংসে তিনি ৪.২০ ইকোনমি রেটে মোট ১৬২ উইকেট শিকার করেছেন। তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স হল ২০ রান দিয়ে ৬ উইকেট। 

Indian Women Cricket Team Deepti Sharma