Advertisment

মোদীর পরেই ধোনি সবচেয়ে বেশি শ্রদ্ধেয়, বলছে সমীক্ষার রিপোর্ট

পুরুষদের মধ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই এমএস ধোনিকে দেশের মানুষ সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। এমনটাই বলছে ইউগভ-এর সমীক্ষা।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni 2nd most admired man in India, Mary Kom most admired woman

মোদীর পরেই ধোনি সবচেয়ে বেশি শ্রদ্ধেয়, বলছে সমীক্ষার রিপোর্ট

পুরুষদের মধ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই এমএস ধোনিকে দেশের মানুষ সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। এমনটাই বলছে ইউগভ-এর সমীক্ষা। তাঁরা বিশ্বব্য়াপী ৪১টি দেশের মোট ৪২,০০০ মানুষকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল। এর মধ্য়ে দু'টি আলাদা বিভাগ রাখা হয়।

-->
Advertisment

বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় পুরুষ ও মহিলাকেই আলাদা করে বেছে নিয়েছে তারা। তাদের সার্ভে রিপোর্টই বলছে যে, ভারতে মোদীর পরেই পুরুষদের মধ্য়ে সবচেয়ে বেশি মানুষকে অনুপ্রাণিত করেছেন দেশের বিশ্বকাপ জয়ী ক্য়াপ্টেন। বক্সার মেরি কমকে মহিলা হিসাবে সবচেয় বেশি মানুষ শ্রদ্ধা করেন।

আরও পড়ুন: অক্টোবরে ভারতে প্রথম এনবিএ ম্য়াচ, আসতে পারেন ট্রাম্প, মোদীকে দিলেন সতর্কবার্তা

সমীক্ষা জানিয়েছে, মোদীর 'অ্যাডমিরেশন রেটিং' ১৫.৬৬%, ধোনি ৮.৫৮%। এই তালিকায় তিনে রয়েছেন শচীন তেন্ডুলকর (৫.৮১%), চারে বিরাট কোহলি (৪.৪৬ %)। মহিলাদেক মধ্য়ে মেরি কমের অ্যাডমিরেশন রেটিং ১০.৩৬%। এরপরেই রয়েছেন কিরণ বেদী, লতা মঙ্গেশকর, সুষমা স্বরাজ ও দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: গলি ক্রিকেটের ভিডিও শেয়ার করলেন ধোনি, বললেন স্কুলের দিনগুলো ছিল এরকমই

-->

ইউগভ-এর সার্ভে আরও জানিয়েছে যে, আন্তর্জাতিক সেলিব্রিটিদের হেলথ, ওয়েলনেস অ্যান্ড বিউটি/ পার্সোনাল কেয়ার/, টেকনোলজি/ অটোমোটিভ, ফ্য়াশন, অ্যাপারেল অ্যান্ড অ্যাকসেসরিজ, ফুড, ড্রিঙ্ক অ্যান্ড ট্র্য়াভেল অ্যান্ডে ফিনান্সিয়াল সার্ভিসেসের মতো বিষয়গুলো নিয়ে তাঁধদের সচেতনতা, পছন্দ এবং বিশ্বাসযোগ্য়তার মতো বিষয়গুলিও এখানে দেখা হয়েছে।

MS DHONI mary kom narendra modi
Advertisment