Pahalgam terror attack: পহেলগাঁওয়ের শোকে বড় সিদ্ধান্ত ডায়মন্ড হারবার এফসি-র, মানবিকতার নজির অভিষেকের ক্লাবের

Diamond Harbour FC: দেশের এই কঠিন সময়ে বড় আত্মত্যাগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। শনিবার আইলিগ ২ জয়ের সেলিব্রেশন বাতিল করে মানবিকতার পরিচয় দিল তৃণমূল সাংসদের ক্লাব।

Diamond Harbour FC: দেশের এই কঠিন সময়ে বড় আত্মত্যাগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। শনিবার আইলিগ ২ জয়ের সেলিব্রেশন বাতিল করে মানবিকতার পরিচয় দিল তৃণমূল সাংসদের ক্লাব।

author-image
IE Bangla Sports Desk
New Update
Diamond Harbour FC: দেশের এই কঠিন সময়ে বড় আত্মত্যাগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি

Diamond Harbour FC: দেশের এই কঠিন সময়ে বড় আত্মত্যাগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি

Diamond Harbour FC I-League promotion: পহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। এই নারকীয় হত্যালীলায় শিউরে উঠেছে গোটা দেশ। ভারত তথা গোটা বিশ্ব এখন এই ঘটনায় শোকস্তব্ধ। শোকের ছায়া পড়েছে খেলার মাঠেও। দেশের এই কঠিন সময়ে বড় আত্মত্যাগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। শনিবার আইলিগ ২ জয়ের সেলিব্রেশন বাতিল করে মানবিকতার পরিচয় দিল তৃণমূল সাংসদের ক্লাব।

Advertisment

ইতিমধ্যেই আইলিগ ২ জিতে গিয়েছে ডায়মন্ড হারবার। আজ, শনিবার নিয়মরক্ষার ম্যাচ রয়েছে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে। এই ম্যাচের পরই লিগ জেতার সেলিব্রেশন করার কথা ছিল ডায়মন্ড হারবারের। কিন্তু তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ক্লাব ম্যানেজমেন্ট। ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সিদ্ধান্তে সেলিব্রেশন স্থগিত রাখা হচ্ছে।

আরও পড়ুন Sourav on Pahalgam Attack: 'ওদের ভাষাতেই জবাব দাও...', পহেলগাঁওয়ের পাল্টা পাকিস্তানকে তীব্র আক্রমণ সৌরভের

Advertisment

গত ১৯ এপ্রিল আইলিগ  ২-তে চানমারি এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ জিতেছে ডায়মন্ড হারবার এফসি। প্রথমবারের জন্য আইলিগে খেলার ছাড়পত্র পেয়েছে তারা। আগামী মরশুমে আইলিগে খেলবে তারা। তবে তাদের টার্গেট পরের মরশুমে আইলিগ দিতে আইএসএল-এ খেলা।

আরও পড়ুন Danish Kaneria: 'দয়া করে জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলবেন না...' পাকিস্তানকে ধিক্কার দানিশ কানেরিয়ার

২০২২ সালে ক্লাবের পথচলা শুরু হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় ফুটবলে পা রাখে ডায়মন্ড হারবার এফসি। শুরুর তিন বছরের মধ্যেই বড় সাফল্য পেয়েছে তারা। প্রথমে আইলিগ থ্রি, তার পর আইলিগ টু জিতেছে তারা। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেও জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা। আইলিগ জিতলে প্রথম দল হিসাবে তিনটে আইলিগ জয়ের নজির গড়বে ডায়মন্ড হারবার।

Diamond Harbour pahalgam terror attack