/indian-express-bangla/media/media_files/2025/04/26/7U3Rxk6c4MUnh0tSv8St.jpg)
পহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে ফের পাকিস্তানকে তোপ দাগলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly on Pahalgam Attack: পহেলগাঁও জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) যে পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল, সেটা এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। আপাতত গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। সকলেই এমন ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ করছেন। অনেকে তো আবার বলছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হোক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই ঘটনার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানালেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানকে ওদের ভাষাতেই জবাব দিতে হবে।
একাধিকবার ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Match) ম্য়াচে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে তিনি একাধিক ক্রিকেট ম্য়াচ খেলেছেন। ভারতের প্রতি পাকিস্তানের আচরণ তখনও ঠিকঠাক ছিল না। তবে পরিস্থিতি এতটাও খারাপ ছিল না। কিন্তু, এবার ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রটি সহ্যের যাবতীয় সীমা অতিক্রম করেছেন।
পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার জেরে গোটা ভারত আপাতত ক্ষোভে ফুঁসছে। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেকারণে পাকিস্তান ইতিমধ্যে ভয়ে কাঁপতে শুরু করেছে। ইতিমধ্যে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সৌরভ নিজের ক্ষোভ কার্যত উগড়ে দেন।
দেখে নিন ভিডিও:
#PahalgamTerroristAttack | Kolkata, West Bengal: Former Indian cricket team captain Sourav Ganguly says, "100 per cent, this (breaking ties with Pakistan) should be done. Strict action is necessary. It is no joke that such things happen every year. Terrorism cannot be tolerated." pic.twitter.com/J4v4HX3TZJ
— ANI (@ANI) April 25, 2025
পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার আর্জি সৌরভের
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন এই জঙ্গি হামলার ব্যাপারে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, এই পরিস্থিতিতে ভারতের কি উচিত নয়, পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা?
জবাবে সৌরভ বলেন, '১০০ শতাংশ। এবার পাকিস্তান যে জঘন্য কাজ করেছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'বিষয়টা একেবারে হালকাভাবে নিলে চলবে না। প্রত্যেক বছরই এমন ঘটনার সাক্ষী আমরা হচ্ছি। এবার আর সন্ত্রাসবাদকে বরদাস্ত করা উচিত হবে না।'
ক্রিকেট খেলার জন্য পাকিস্তানও গিয়েছিলেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় সেইসব হাতেগোনা ক্রিকেটারদের মধ্যে একজন, যিনি অধিনায়ক হিসেবে পাকিস্তান গিয়েছিলেন। ওই দেশে ওয়ানডে এবং টেস্ট ম্য়াচও খেলেন। সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে শুধুমাত্র টেস্টই নয়, ওয়ানডে সিরিজেও জয়লাভ করেছিল। এখন তো আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানের লড়াই আর ২২ গজে দেখতে পাওয়া যায় না।
Pahalgam Attack 2025: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক! মাস্টারপ্ল্যান রেডি ভারতের
কিন্তু, এবার সেটাও বন্ধ করে দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে, আগামী আইসিসি ইভেন্টে ভারত এবং পাকিস্তানকে হয়ত একই গ্রুপে রাখা হবে না। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে এমনই কোনও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।