Danish Kaneria: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া নিজের দেশের উপ-প্রধানমন্ত্রী ইশাক দারকেই কার্যত ধুয়ে দিলেন। সম্প্রতি ইশাক দার পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) জড়িত জঙ্গিদের 'স্বাধীনতা সংগ্রামী' বলে উল্লেখ করছেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন দানিশ কানেরিয়া। সঙ্গে তিনি দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও সমালোচনায় বিদ্ধ করেছেন।
Gautam Gambhir on Pahalgam Attack: 'ভারতও পালটা হামলা করবে...', পাহেলগাঁও হামলার ঘটনায় 'হুঙ্কার' গম্ভীরের
মঙ্গলবার পহেলগাঁও হামলার দায় গ্রহণ করেছেন লস্কর-ই-তইবার শাখা TRF। গোটা বিশ্ব এই হামলার নিন্দা করছে। কিন্তু, ইশাক দার বলেন যে স্বাধীনতা সংগ্রামীরা ভুল পথে লড়াই চালাচ্ছে। এই মন্তব্য শোনার পরই কার্যত তেলে-বেগুনে জ্বলে ওঠেন কানেরিয়া। ইশাক দারের এই মন্তব্যটি তিনি শুধুমাত্র লজ্জাজনক বলেই আখ্যা দিলেন না, পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান নাকি সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে।
Virat Kohli on Pahalgam Terror Attack: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই...'. পাহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বিরাট
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর প্রবল সমালোচনা করলেন দানিশ কানেরিয়া
নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে দানিশ কানেরিয়া লিখেছেন, 'যখন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের স্বাধীনতা সংগ্রামী বলে তকমা দেন, এটাকে অপমান ছাড়া আর কিছুই বলা যায় না। এটা স্পষ্ট বুঝিয়ে দেয় যে পাকিস্তানই আসলে সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ মদত দেয়। জঙ্গিদের সমর্থন করে।'
Danish Kaneria on India's pakistan visit for champions trophy: পাকিস্তান নিরাপদ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসো না! কোহলিদের বড় পরামর্শ পাক তারকার
অপর একটি পোস্টে তিনি লিখেছেন - 'পাকিস্তান কিংবা ওখানকার জনগণের বিরুদ্ধে আমি কোনও কথা বলছি না। এই সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানের আম জনতাই সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। গোটা পাকিস্তানে এমন একজন জননায়ক দরকার, যিনি শান্তির পক্ষে সওয়াল করবেন। যারা সন্ত্রাসবাদকে আশ্রয় দেবে কিংবা নিরাপরাধ ব্যক্তিদের হত্যা করবে, তাদের বিরুদ্ধে গর্জে উঠবে।'
Danish Kaneria: 'সন্ত্রাসীদের বরাবর আশ্রয় দেয় পাকিস্তান', পহেলগাঁও নিয়ে শাহবাজকে ছিন্নভিন্ন করলেন পাক ক্রিকেটার
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'একটা সময় পাকিস্তানের জার্সি পরার জন্য আমি অত্যন্ত গর্বিত ছিলাম। ক্রিকেট মাঠে আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। কিন্তু, আজ আমার সঙ্গেও সেই একই ব্যবহার করা হয়। ঠিক যেমনটা পহেলগাঁওয়ে মৃত মানুষদের সঙ্গে করা হয়েছিল। কারণ আমি একজন হিন্দু। যারা এই সন্ত্রাসকে মদত দেয়, তাদের লজ্জা হওয়া উচিত। যারা হত্যাকারীদের আড়াল করতে চায়, তাদের লজ্জা হওয়া উচিত। আমি সত্যের পথে এগিয়ে যাচ্ছি। মানবতার পাশে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি যে পাকিস্তানের জনগণও এটাই চায়। ওঁদের আর পথভ্রষ্ট করবেন না। খারাপ কাজ থেকে বিরত থাকুন।'