Dunith Wellalage Father Death: এশিয়া কাপের মাঝেই চরম দুঃসংবাদ, পিতৃহারা হলেন তারকা ক্রিকেটার

Sri Lanka vs Afghanistan Match: গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ এশিয়া কাপের আসরে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান খেলতে নেমেছিল। এটাই ছিল গ্রুপ বি'র শেষ ম্য়াচ। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করে।

Sri Lanka vs Afghanistan Match: গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ এশিয়া কাপের আসরে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান খেলতে নেমেছিল। এটাই ছিল গ্রুপ বি'র শেষ ম্য়াচ। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
RIP (2)

আচমকা হার্ট অ্যাটাকে প্রাণ হারালেন দুনিথ ওয়েল্লালাগের বাবা

Asia Cup 2025: গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ এশিয়া কাপের আসরে শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team) এবং আফগানিস্তান খেলতে নেমেছিল। এটাই ছিল গ্রুপ বি'র শেষ ম্য়াচ। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করে। সেইসঙ্গে সুপার ফোর পর্বে তারা নিজেদের নাম সহজেই লিখিয়ে ফেলে। তবে ম্য়াচ শেষ হতে না হতেই শ্রীলঙ্কার ২২ বছর বয়সি তারকা অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের (Dunith Wellalage) মাথায় শোকের পাহাড় ভেঙে পড়েছে। ১৮ সেপ্টেম্বর সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দুনিথের বাবা সুরঙ্গা ওয়েল্লালাগে। কিন্তু, ম্য়াচ শেষ হওয়ার পরই দুনিথকে এই দুঃসংবাদ দেওয়া হয়। 

Advertisment

Asia Cup, SL vs AFG: নবির ৫ বলে ৫ ছক্কার ঝড় ব্যর্থ, এশিয়া কাপে সিংহই উদ্ধার করল টাইগারদের!

দেখা যায়, সাপোর্ট স্টাফরা দুনিথকে সামলাচ্ছেন

শ্রীলঙ্কা ক্রিকেট দলের অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের জীবনে চরম দুঃসংবাদ নেমে এসেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচ শেষ হওয়ার পরই তিনি জানতে পারেন, তাঁর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাপোর্ট স্টাফেরা তাঁকে এই কঠিন সময়ে সামলান। আফগানিস্তানের বিরুদ্ধে দুনিথ একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। ৪ ওভার বল করে তিনি মোট ৪৯ রান দেন। আর মাত্র একটাই উইকেট শিকার করেছেন। ম্যাচের একটি ওভারে আফগানিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি তাঁকে মোট পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন।

Advertisment

Asia Cup 2025: মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন আম্পায়ার, তোলপাড় ক্রিকেট দুনিয়া!

শ্রীলঙ্কা সহজেই এই ম্য়াচে জয়লাভ করে

আফগানিস্তানের বিরুদ্ধে আয়োজিত গ্রুপ পর্বের এই ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দল নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে। গত ম্য়াচে তারা ৬ উইকেটে জয়লাভ করেছে। টস জিতে আফগান ব্রিগেড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। আফগানিস্তান ক্রিকেট দলের হয়ে মহম্মদ নবি ৬০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর অধিনায়ক রশিদ খান ব্যাট হাতে ২৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন নুয়ান তুষারা। টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ৭৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। আর সেকারণেই তারা ১৮.৪ ওভারে এই টার্গেট হাসিল করে ফেলে। সুপার ফোর পর্বে আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে শ্রীলঙ্কা।

Dunith Wellalage Sri Lanka Cricket Team Asia Cup 2025