Durand Cup 2025 Live-Streaming Info: কোন চ্যানেলে দেখবেন ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ম্য়াচ? না জানলে হাত কামড়াবেন

Durand Cup 2025: এশিয়া মহাদেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। ২০২৫ সালে এই ফুটবল প্রতিযোগিতা ১৩৪ বছরে পা দিয়েছে। কলকাতা থেকে মোট চারটে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

Durand Cup 2025: এশিয়া মহাদেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। ২০২৫ সালে এই ফুটবল প্রতিযোগিতা ১৩৪ বছরে পা দিয়েছে। কলকাতা থেকে মোট চারটে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal vs South United

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি

Durand Cup 2025: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ১৩৪ তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং সাউথ ইউনাইটেড এফসি (South United FC)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। কিন্তু, সকলেই তো আর স্টেডিয়ামে আসবেন না। অনেকে আবার বাড়িতে বসেও খেলা উপভোগ করতে চান। কিন্তু, কোন চ্যানেলে দেখা যাবে এই ম্য়াচ? আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

প্রসঙ্গত, এশিয়া মহাদেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হল এই ডুরান্ড কাপ। সেকারণে উদ্বোধনও যে বেশ জমকালো হবে, তা বলাই বাহুল্য। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের

Advertisment

দুঃখের বিষয়, এবারের এই ডুরান্ড কাপ থেকে ইন্ডিয়ান সুপার লিগের বেশ কয়েকটি দল ইতিমধ্যে নাম প্রত্যাহার করেছে। কারণটা অবশ্য কারোরই অজানা নয়। আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে FSDL-এর যে ১০ বছরের চুক্তি ছিল, সেটা আগামী বছরের শুরুতেই শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে যদি আইএসএল টুর্নামেন্ট আয়োজন করা হয়, তাহলে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ কোনও চুক্তির আওতায় থাকবে না। এই পরিস্থিতিতে FSDL-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আপাতত দেশের এই সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখা হবে।

East Bengal Transfer Update: ডুরান্ডের আগেই চরম দুঃসংবাদ! সমর্থকদের কাঁদিয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার

লাইভ স্ট্রিমিং সম্পর্কিত তথ্য

  • ২০২৫ ডুরান্ড কাপে কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচ?

= ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইট এফসি ম্য়াচ ভারতীয় সময় অনুসারে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে। বুধবার (২৩ জুলাই) এই ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

  • ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচটি টেলিভিশনের কোন চ্যানেলে দেখানো হবে?

= ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচটি টেলিভিশনের পর্দায় ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Ten2 HD) সরাসরি সম্প্রচার করা হবে।

  • ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচটি টেলিভিশনের কোন ওটিটি অ্যাপে দেখানো হবে?

= ২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচটি সোনি লিভ (Sony LIV) অ্যাপ এবং ওয়েবসাইটে দেখানো হবে।

এবারের ডুরান্ড কাপ দেশের মোট পাঁচটি শহরে আয়োজন করা হচ্ছে। কলকাতা (২ গ্রুপ), জামশেদপুর, শিলং, কোকরাঝাড় এবং ইম্ফল। এরমধ্যে থেকে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। আর দুটো সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী রানার্স আপ দল। এই পরিস্থিতিতে ম্য়াচের উপরেই সকলের নজর থাকবে। লড়াই হবে হাড্ডাহাড্ডি।

Mamata Banerjee East Bengal FC Sony LIV Durand Cup 2025 South United FC