East Bengal Transfer Update: ডুরান্ডের আগেই চরম দুঃসংবাদ! সমর্থকদের কাঁদিয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার

East Bengal Transfer News: বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ। আর এই টুর্নামেন্টের প্রথম ম্য়াাচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এই ম্য়াচ শুরু হওয়ার ঠিক আগেই একটা চরম দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল লাল-হলুদ ব্রিগেড।

East Bengal Transfer News: বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ। আর এই টুর্নামেন্টের প্রথম ম্য়াাচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এই ম্য়াচ শুরু হওয়ার ঠিক আগেই একটা চরম দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল লাল-হলুদ ব্রিগেড।

author-image
Koushik Biswas
New Update
Trisha Mallick East Bengal

কেন ইস্টবেঙ্গল ক্লাব ছাড়লেন তৃষা, জানালেন নিজেই

East Bengal FC: হাতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2025)। আর এই টুর্নামেন্টের প্রথম ম্য়াাচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এই ম্য়াচ শুরু হওয়ার ঠিক আগেই একটা চরম দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল লাল-হলুদ ব্রিগেড। মশালবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন দলের মহিলা ফুটবলার তৃষা মল্লিক (Trisha Mallick)। তৃষা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই খবরটি সকলের সঙ্গে শেয়ার করে নেন। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারদের মধ্যে তৃষার জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া ছিল। সেকারণে আচমকা দল ছাড়ার খবরে লাল-হলুদ সমর্থকরা একেবারে হতাশ হয়ে পড়েছেন।

Advertisment

দত্তপুকুরের মেয়ে তৃষা মল্লিক। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে। রেললাইনের ধারে একটা টালির চালের ছোট্ট ঘরে বসেই বুনত আকাশ ছোঁয়ার স্বপ্ন। ছোটবেলা থেকেই ফুটবল খেলার একটা অদম্য ইচ্ছে তাঁকে অনুপ্রাণিত করত। আর এই ইচ্ছেশক্তির ডানায় ভর করেই পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলা শুরু করেছিল। দেখতে দেখতে জেলা স্তরের গণ্ডি কাটিয়ে বাংলার হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগও পায়। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতেই হবে। ইস্টবেঙ্গলের হয়ে এমএলএ কাপই তাঁর জীবনের সংজ্ঞা বদলে দিয়েছিল।

East Bengal FC Tickets: আজই শেষ সুযোগ, ফ্রি'তে টিকিট দিচ্ছে ইস্টবেঙ্গল! কীভাবে নেবেন আপনি?

Advertisment

Trisha Mallick 4356

ফুটবলার থেকে অধিনায়ক

এমএলকে কাপে সাফল্যের পরই লাল-হলুদ ব্রিগেডে তাঁর আসন একেবারে কনফার্ম হয়ে যায়। একজন ডিফেন্ডার হিসেবে ইস্টবেঙ্গল দলে পা রাখলেও অধিনায়কের আর্ম-ব্যান্ড অর্জন করতে খুব একটা বেশি সময় তাঁর লাগেনি। প্রসঙ্গত, তাঁর নেতৃত্বেই ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপে জয়লাভ করেছিল। গোটা দলের মধ্যে একটা আলাদা অক্সিজেন এনে দিয়েছিলেন তিনি। তবে সোমবার (২১ জুলাই) তৃষা কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইস্টবেঙ্গলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

East Bengal Squad: ডুরান্ডে বিরাট চমক ইস্টবেঙ্গলের! প্রথম ম্যাচেই ৬ বিদেশিকে নামাচ্ছেন অস্কার?

Trisha Mallick

তৃষার বিদায়ী পোস্ট

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন তৃষা। সেখানে তিনি লিখেছেন, 'এত বছর ধরে গোটা ইস্টবেঙ্গল পরিবার যে আমার উপর এতটা ভরসা রেখেছে, সেকারণে আমি কৃতজ্ঞ। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। একজন ফুটবলার এবং অধিনায়ক হিসেবে এই ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের একটা অন্যতম গর্বের অধ্য়ায়। দলের প্রত্যেক সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভালবাসায় এই ক্লাবটাই আমার কাছে দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। আমার এই যাত্রাপথে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, সেকারণেও অসংখ্য ধন্যবাদ। দুরত্ব বাড়লেও এই স্মৃতি আমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে।'

হতবাক লাল-হলুদ সমর্থকরা

তৃষার আচমকা এই সিদ্ধান্তে ইস্টবেঙ্গল সমর্থকরা যারপরনাই চমকে ওঠেন। আসতে শুরু করে একের পর এক প্রতিক্রিয়ার সুনামি। রেড অ্যান্ড গোল লিগ্যাসি নামের একটি ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, 'শুধু মাঠের লড়াইয়ে নয়, হৃদয়ের গভীরেও জায়গা করে নিয়েছিলে তুমি। তোমার প্রতিটা ছোঁয়া, প্রতিটা মুহূর্ত লাল-হলুদের ইতিহাসে লেখা থাকবে সোনার অক্ষরে। বিদায় বলাটা কঠিন, কারণ তুমি আমাদের গর্ব, আমাদের আপন। ইস্টবেঙ্গলের হৃদয়ে তুমি চিরকালীন। ধন্যবাদ, তৃষা।'

East Bengal New Footballer: 'বাংলা জানেন?', শুনেই মুচকি হাসি, কী বললেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা?

Trisha Mallick 4w54

তৃষা নিজে এই ব্যাপারে কী বললেন?

এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে তৃষার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বললেন, 'এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে তেমন কোনও কারণ ছিল না। অনেকদিন আগেই এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। তবে জানাতে একটু দেরি হয়ে গিয়েছে।' ইস্টবেঙ্গল ছাড়ার পর আগামী গন্তব্য কোথায়? জবাবে বললেন, 'এই ব্যাপারে আমি চিন্তাভাবনা করেছি। তবে এখনই সেই ব্য়াপারে আমি কিছু বলতে পারব না।'

East Bengal FC Durand Cup 2025 Trisha Mallick