Durand Cup 2025: আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ২০২৫ ডুরান্ড কাপ। এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট শুরুর আগেই দুই যুযুধান শিবিরে (Kolkata Derby) উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু, আসন্ন ডুরান্ড কাপে আদৌ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan) ম্য়াচ আয়োজিত হবে? তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) কলকাতার ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের উদ্বোধন নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই উল্লেখ করা হয়, এবারের ডুরান্ড আসরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে একই গ্রুপে রাখা হয়নি। গ্রুপ এ'তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। সঙ্গে রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, নামধারী এফসি (এই বছরই প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নামছে) এবং বেঙ্গালুরুর ফুটবল ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। অন্যদিকে, গ্রুপ বি'তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই গ্রুপে আবার রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ডায়মন্ড হারবার এফসি। অর্থাৎ, গ্রুপ পর্যায়ে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দ্বৈরথ যে দেখতে পাওয়া যাবে না, তা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে।
East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে যে কেউ বাজিয়ে চলে যাবে!', লাল-হলুদ শিবিরকে ভয়ঙ্কর আক্রমণ সুরুচি কোচের
কোন অঙ্কে মুখোমুখি হতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এবারের ডুরান্ড কাপে মোট ২৪ দল অংশগ্রহণ করছে। মোট ৬ গ্রুপে এই দলগুলোকে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানাধিকারী দল সরাসরি নকআউট পর্বে নাম লেখাতে পারবে। সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ২ সর্বশ্রেষ্ঠ দল নকআউট পর্বে নাম লেখাতে পারবে। অঙ্কের হিসেব বলছে, গ্রুপ পর্বে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যদি শীর্ষস্থান দখল করতে পারে, তাহলেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। যদি দ্বিতীয় স্থানেও থাকে, তাহলে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করতে পারবে কি না, সেই ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
Mohun Bagan Super Giant: ডুরান্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের, কবে কোথায় কার সঙ্গে ম্যাচ? দেখে নিন সূচি
তবে দুটো গ্রুপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ যারা রয়েছে, সেই কথা মাথায় রেখে আশা করা যেতেই পারে যে কলকাতার এই দুই শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব অনায়াসেই পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। আগামী ২৩ জুলাই ইস্টবেঙ্গল এফসি খেলতে নামছে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের হাতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। আগামী ৩১ জুলাই তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে। দুটো দলই যে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেবে, তা আশা করা যেতেই পারে।