Durand Cup 2025 Full list of Mohun Bagan Matches: এ মাসের শেষ দিকেই শুরু হয়ে যাচ্ছে ঐতিহাসিক ডুরান্ড কাপ (Durand Cup 2025)। এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্ট দিয়েই জাতীয় ফুটবলের মরশুম শুরু হচ্ছে। ২০২৩ মরশুমে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) যুবভারতী স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এবারও জয়ের লক্ষ্যে তারা নামছে। ইতিমধ্যে ডুরান্ড কাপের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কিয়ান নাসিরি, সুহেল ভাটরা। এবারের ডুরান্ড কাপে কবে কোথায় কার সঙ্গে গ্রুপ পর্বে মোহনবাগান (Mohun Bagan) খেলবে দেখে নিন একনজরে।
ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ ৩১ জুলাই। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এই মিনি ডার্বি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে বিকেল ৪টে থাকে। এর পরের ম্যাচ আবার আগস্ট মাসে। ৪ আগস্ট বিএসএফ-এর সঙ্গে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। সন্ধে সাতটা থেকে এই ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপের শেষ ম্যাচ মোহনবাগান খেলবে ডায়মন্ড হারবার এফসি-র সঙ্গে ৯ আগস্ট। এই ম্যাচ হবে কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধে ৭টা থেকে।
মোহনবাগান তিনটে ম্যাচের মধ্যে ২টি খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং একটি যুবভারতীতে। গ্রুপে যদি কোনও টিম মোহনবাগানকে বেশি বেগ দিতে পারে সেটা হল ডায়মন্ড হারবার এফসি। এই টিমের কোচ কিবু ভিকুনিয়া ২০১৯ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন মোহনবাগানকে। তখনও নামের পাশে সুপার জায়ান্ট জোড়েনি মোহনবাগানের।
আরও পড়ুন চরম সিদ্ধান্ত মোহনবাগানের! আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা
কিবু ভিকুনিয়া ধারাবাহিকভাবে সাফল্য এনে দিয়েছেন ডায়মন্ড হারবারকে। প্রথম চেষ্টাতেই আই লিগ টু জিতে আই লিগে কোয়ালিফাই করেছে ডিসিএফসি। এবার তাদের লক্ষ্য আই লিগ জিতে আইএসএল খেলা। তার আগে ডুরান্ডেও তারা ভাল ফল করার লক্ষ্যে। ক্লাবের ইতিহাসে প্রথম কোনও বিদেশিকে সই করিয়েছে তারা। তাই তাদের সঙ্গে মোহনবাগানের ম্যাচ হাড্ডাহাড্ডি হতে পারে।
প্রথম ম্যাচ মিনি ডার্বি হলেও মহামেডানকে নিয়ে আশাবাদী নয় অনেকেই। ফিফার ট্রান্সফার ব্যানের জেরে নতুন ফুটবলার সই করাতে পারছে না তারা। তার উপর আর্থিক সমস্যায় এ মরশুমে আইএসএল খেলাও অনিশ্চিত তাদের। আবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেও ছন্নছাড়া ফুটবল খেলছে মহামেডান। মহামেডান কতটা মোহনবাগানকে বেগ দেবে সেটাই এখন প্রশ্নের। বিএসএফ ম্যাচ নিয়ে সেরকম ভাবছে না মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্ক। তাদের আসল টক্কর হতে পারে ডায়মন্ড হারবারের সঙ্গে।
আরও পড়ুন ফেডারেশনের অপদার্থতার জন্য অনিশ্চিত ISL? মুখ খুললেন মোহনবাগান সচিব
এবারের ডুরান্ড কাপে বিদেশি খেলানোর বিপক্ষে মোহনবাগান। কলিঙ্গ সুপার কাপের মতো এই টুর্নামেন্টেও বিদেশি ছাড়াই নামতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। সদ্য মোহনবাগানে ঘরওয়াপসি হয়েছে কিয়ান নাসিরির। তাঁকে এবং সুহেলকে সামনে রেখেই আক্রমণ ভাগ সাজাতে পারে মোহনবাগান। ডুরান্ড কাপে আদৌ সাফল্য পায় কি না মোহনবাগান এখন সেটাই দেখার।