/indian-express-bangla/media/media_files/2025/07/17/arup-biswas-in-durand-cup-2025-press-meet-2025-07-17-21-02-16.jpg)
Durand Cup 2025: আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৫ ডুরান্ড কাপ। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের একটি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি স্পষ্ট করে দিলেন, আসন্ন ডুরান্ড টুর্নামেন্টে কোন দলকে কতগুলো করে টিকিট দেওয়া হবে।
অরূপ বিশ্বাস বললেন, 'আগামী ২৩ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। গোটা টুর্নামেন্ট জুড়ে যাতে দর্শকরা ভরপুর সংখ্যায় মাঠে উপস্থিত থাকতে পারেন, সেকারণেই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবারের টুর্নামেন্টে কলকাতা থেকে মোট চারটে ফুটবল ক্লাব অংশগ্রহণ করছে। মোহনবাগান (Mohun Bagan Super Giant), ইস্টবেঙ্গল (East Bengal FC), মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। আশা করা হচ্ছে, এই চারটে ক্লাব থেকে সিংহভাগ দর্শক মাঠে এসে খেলা উপভোগ করবেন।'
টিকিট নিয়ে বড় মন্তব্য ক্রীড়ামন্ত্রীর
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি - এই চারটে ক্লাবকেই এবারের টুর্নামেন্টে ৫,০০০ করে টিকিট দেওয়া হবে। আশা করা যায়, এশিয়ার প্রাচীনতম এবং সবথেকে সম্মানীয় এই ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠভাবে আয়োজন করা সম্ভব হবে।'
Durand Cup 2025: মমতার হাতেই এবার ডুরান্ড কাপের বোধন! প্রাইজ মানিতে বিরাট চমক আয়োজকদের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৩ জুলাই আয়োজিত প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে সাউথ ইউনাইটেড এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য মোট ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতায় মোট ১৫ ম্য়াচ খেলা হবে। দুটো গ্রুপে ভাগ করে এই ম্য়াচগুলো খেলানো হবে বলে জানা গিয়েছে। এরমধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্য়াচও রয়েছে।
বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য
এই টুর্নামেন্ট প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা বললেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এবারের টুর্নামেন্টে পুরস্কার মূল্য প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। গত বছর টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য যেখানে ১.২ কোটি টাকার মধ্যেই ছিল, সেটা এবার ৩ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি তিনটে একক পুরস্কার প্রাপককে SUV গাড়ি দেওয়া হবে। আশা করা যায়, দেশের সেরা ফুটবল প্রতিভাদের লড়াই এই টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে।'
পাশাাপাশি তিনি বললেন, 'আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্য ক্রীড়া মন্ত্রককে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা পাশে না থাকলে টুর্নামেন্টের এই পর্বটা আয়োজন করা সম্ভব হত না।' প্রসঙ্গত, গত বছরের রানার্স আপ মোহনবাগান সুপার জায়ান্ট, মহমেডান স্পোর্টিং ক্লাব, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ডায়মন্ড হারবার এফসিকে গ্রুপ বি'তে রাখা হয়েছে। অন্যদিকে, গ্রুপ এ'তে থাকছে ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স, নামধারী এফসি (এই বছরই প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নামছে) এবং বেঙ্গালুরুর ফুটবল ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। আগামী ৩১ জুলাই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান এফসি'র মধ্যে মিনি কলকাতা ডার্বি আয়োজন করা হবে।