Durand Cup 2025: মমতার হাতেই এবার ডুরান্ড কাপের বোধন! প্রাইজ মানিতে বিরাট চমক আয়োজকদের

Durand Cup 2025 Opening Ceremony: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বাংলা থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল- মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার এফসি।

Durand Cup 2025 Opening Ceremony: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বাংলা থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল- মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার এফসি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Durand Cup 2025: ২৩ জুলাইয়ের উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে দেশের শতাব্দী প্রাচীন এই ফুটবল উৎসব

Durand Cup 2025: ২৩ জুলাইয়ের উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে দেশের শতাব্দী প্রাচীন এই ফুটবল উৎসব

Mamata Banerjee Durand Cup: ভারতের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট Durand Cup 2025-এর পর্দা উঠছে আগামী ২৩ জুলাই। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারে বাংলা থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল- মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal), মহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার এফসি।

Advertisment

ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট

২৩ জুলাই উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে মোট অংশগ্রহণকারী ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবারে আইএসএল থেকে ছয়টি দল ডুরান্ডে অংশ নিচ্ছে- মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং মহামেডান স্পোর্টিং।

Advertisment

আরও পড়ুন ঘোষণা হয়ে গেল ডুরান্ড কাপের সূচি, প্রথম ম্যাচেই খেলবে ইস্টবেঙ্গল, কবে নামছে মোহনবাগান?

পুরস্কারমূল্যে বড় চমক

এবার ডুরান্ড কাপের মোট পুরস্কারমূল্য বেড়ে হয়েছে ৩ কোটি টাকা। গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসজয়ীদের দেওয়া হবে এসইউভি গাড়ি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, “আমরা চাই এই টুর্নামেন্ট আরও বড় হোক, তার জন্য পুরস্কারমূল্যে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।”

বিদেশি দল ও নতুন মুখ

ডুরান্ডে এবছর বিদেশি দল হিসেবেও থাকছে চমক। অংশ নিচ্ছে নেপালের ত্রিভুবন আর্মি এবং মালয়েশিয়ার সেনা দল। প্রথমবার খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি, মালয়েশিয়া আর্মি, আইটিবিপি, সাউথ ইউনাইটেড, ওয়ান লাদাখ এবং নামধারী এফসি।

আরও পড়ুন ডুরান্ড জিতলেই উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা পাবে বিজয়ী দল?

পাঁচ শহর, ছয় স্টেডিয়াম

চলতি বছরের ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে ৫টি শহরের ৬টি মাঠে। কলকাতার যুবভারতী ও কিশোরভারতী ছাড়াও ম্যাচ হবে কোকরাঝাড়, ইম্ফল, শিলং ও জামশেদপুরে। রাজ্যের ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা বলেন, “টানা ছ’বার ডুরান্ড আয়োজন করতে পেরে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি দফতর এই আয়োজনকে সফল করতে একসঙ্গে কাজ করেছে।”

টিভিতে সম্প্রচার

এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ফলে মাঠে যাঁরা উপস্থিত থাকতে পারবেন না, তাঁরাও ঘরে বসেই দেখতে পারবেন দেশের একাধিক প্রান্ত থেকে আগত ক্লাবগুলির হাড্ডাহাড্ডি লড়াই।

আরও পড়ুন ডুরান্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের, কবে কোথায় কার সঙ্গে ম্যাচ? দেখে নিন সূচি

চ্যাম্পিয়নদের জন্য রাষ্ট্রপতির হাত থেকে ট্রফি

ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন দলকে এবারও দেওয়া হবে প্রেসিডেন্টস কাপ, যা তুলে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে। এই সম্মানই প্রমাণ করে দেশের ফুটবল মানচিত্রে ডুরান্ড কাপের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ।

সবমিলিয়ে এবারের ডুরান্ড কাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। মাঠে নামার অপেক্ষায় বাংলার চার ক্লাব-সহ বাকি দলগুলো। ২৩ জুলাইয়ের উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে দেশের শতাব্দী প্রাচীন এই ফুটবল উৎসব।

Mamata Banerjee East Bengal Mohun Bagan Durand Cup 2025