নেরোকা এফসি- দিয়ারা (৩১')
ইস্টবেঙ্গল এফসি- কোলাডো (২০', ৫০'), জুয়ান মেরা ৩৩', মার্কোস ৬৪'
East Bengal FC vs Neroca FC: দুরন্ত ফুটবলে খেলেই আই-লিগের প্রথম জয়ে ছিনিয়ে আনল ইস্টবেঙ্গল। নেরোকার ঘরের মাঠে গিয়ে তাদের ৪-১ হারিয়ে দিল লাল-হলুদ। শেষ দু'ম্য়াচে (রিয়াল কাশ্মীর ও পাঞ্জাব) ড্র করার পর আলেয়ান্দ্রো মেনেন্দেসের শিষ্য়রা জয়ের মুখ দেখল লিগে।
মঙ্গলবার ইম্ফলের খুমান লম্পক মেইন স্টেডিয়ামে নেরোকাকে হারিয়ে ইস্টবেঙ্গল লিগ টেবিলে তিন নম্বরে চলে এল। ৩ ম্য়াচে ৫ পয়েন্ট তাদের সংগ্রহে। ২ ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে একে চার্চিল ব্রাদার্স। সমসংখ্য়ক পয়েন্ট নিয়ে গোল পার্থক্য়ে পিছিয়ে দুয়ে গোকুলাম।
আরও পড়ুন-ড্র করে কল্যাণীতে আইলিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের
প্রথমার্ধেই দু'গোল এগিয়ে যায় ইস্টবেঙ্গল
এদিন ম্য়াচের ২১ মিনিটেই ইস্টবেঙ্গল প্রথম গোলের দেখা পেয়ে যায়। জুয়ান মেরাকে বক্সের মধ্য়ে নেরোকার ফুটবলার ফাউল করায় পেনাল্টি পায় লাল-হলুদ। গোলকিপার দিক ভ্রান্ত করিয়ে গোল করেন কোলাডো। কিন্তু এই গোলের ১০ মিনিটের মধ্য়েই সমতায় ফিরে আসে গিফট রাইখানের শিষ্য়রা। বুুবাকার দিয়ারা ক্রস থেকে হেডে গোল করে দেন। এরপর ফের ইস্টবেঙ্গল ব্য়বধান বাড়ায়। জুয়ান মেরা বাঁ-পায় অনবদ্য় ফ্রি-কিকে স্কোরলাইন ২-১ করেন। বিরতিতে এটাই থাকে স্কোরলাইন।
দ্বিতীয়ার্ধেই কফিনে শেষ পেরেক
বিরতিতে ২-১ এগিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে আরও দু'টো গোল করে। ম্য়াচের ৫০ মিনিটে নেরোকার ডিফেন্ডার বক্সের মধ্য়ে হ্য়ান্ডবল করে ফেলেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানাতে দু'বার ভাবেননি। এবারও সেই কোলাডোই নিলেন শট। এমন দলের স্কোরলাইন করলেন ৩-১। ম্য়াচের ৬৪ মিনিটে মার্কোসের গোলে নেরোকার কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয় ইস্টবেঙ্গল। আগামী শনিবার ইস্টবেঙ্গল ঘরের মাঠে কল্য়াণীতে খেলবে লিগের অভিষেককারী দল ট্রাউ এফসি-র সঙ্গে।
আরও পড়ুন-জ্বলে উঠলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার, কল্য়াণীতে চার গোল খেল মোহনবাগান
ইস্টবেঙ্গল: এল রালতে, সামাদ আলি মল্লিক, আশির আখতার, মার্তি ক্রেসপি, অভিষেক অম্বেকর, কমলপ্রীত সিং (রোহলপুইয়া), কাসিম আইদারা, জুয়ান মেরা, পিন্টু মাহাতো, (ব্র্য়ান্ডন) মার্কোস এস্পাদা, খাইমে স্য়ান্টোস (বিদ্য়াসাগর)