East Bengal FC: লাল-হলুদের আগুন পাখি, ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ ঘোরালেন এই ভারতীয় ফুটবলার!

Durand Cup 2025 semifinal: ইতিমধ্যে জমে উঠেছে চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। দুটো দলই আপাতত একটি করে গোল করেছে।

Durand Cup 2025 semifinal: ইতিমধ্যে জমে উঠেছে চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। দুটো দলই আপাতত একটি করে গোল করেছে।

author-image
Koushik Biswas
New Update
Anwar Ali

ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরালেন আনোয়ার আলি

East Bengal FC: ইতিমধ্যে জমে উঠেছে চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি এখনও পর্যন্ত একটি করে গোল করেছে। ৬৬ মিনিটে ডায়মন্ড হারবার এফসি-র হয়ে প্রথম গোলটি করলেন মিগুয়েল কোর্তাজার। মাত্র ১ মিনিটের মধ্যে সেই গোল পরিশোধ করলেন আনোয়ার আলি (Anwar Ali)। যে আনোয়ারকে নিয়ে এতদিন ধরে এত বিতর্ক হয়েছে, আজ যেন যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিলেন তিনি।

Advertisment

East Bengal FC: সেমির লড়াইয়ে 'বড় ধাক্কা' ইস্টবেঙ্গলে, মাথায় হাত অস্কারের!

ম্যাচের প্রথমার্ধে দুটো দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু, কোনও দলই গোল করতে পারেনি। তা নিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা হলেও একটা হতাশা কাজ করছিল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোটা ম্য়াচের রং একেবারে বদলে গেল। ৬৬ মিনিটে ডায়মন্ড হারবার এফসি-কে লিড এনে দিলেন মিগুয়েল কোর্তাজা। আনোয়ার আলি বলটা ক্লিয়ার করতে চাইলেও, সঠিকভাবে তিনি নিজের দায়িত্ব পালন করতে পারেননি। এরপর ডায়মন্ড হারবারের সেন্টার-ব্যাক অ্যাক্রোব্যাটিক বাইসাইকেল কিকে প্রভসুখন গিলকে পরাস্ত করলেন। আর সঙ্গে সঙ্গে গোটা সল্টলেক স্টেডিয়াম কার্যত নিস্তব্ধ হয়ে যায়। 

Advertisment

Diamond Harbour FC: 'ইস্টবেঙ্গল শক্তিশালী হলেও, আমরাও কম যাই না...', সেমি যুদ্ধের আগে 'গর্জন' ডায়মন্ড হারবার কোচের

এখানেই শেষ নয়। এরপর শুরু হয় আসল খেলা। মাত্র এক মিনিটের মধ্যে সেই গোল পরিশোধ করলেন লাল-হলুদের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। একেবারে বিশ্বমানের গোল বললেও বোধহয় কম বলা হবে! বলটা সংগ্রহ করে প্রথমে বেশ কয়েকটা টাচে নিজের নিয়ন্ত্রণে আনেন। তারপর একটি দুরপাল্লার শটে ডায়মন্ড হারবার এফসি-র জালে বলটাকে জড়িয়ে দিলেন তিনি। এক্ষেত্রে মিরশাদকে পরাস্ত করেন তিনি। আর সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়ামে উত্তেজনার পারদ যেন এক লহমায় বেড়ে যায়। এই পরিস্থিতিতে শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে এখন সেটাই দেখার।

East Bengal FC Anwar Ali Durand Cup 2025