/indian-express-bangla/media/media_files/2025/08/20/east-bengal-5-2025-08-20-19-57-18.jpg)
শেষ হল ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি প্রথমার্ধের খেলা
East Bengal FC: ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতিমধ্যে ম্য়াচের প্রথমার্ধ শেষ হয়েছে। দুই দলের কেউই এখনও পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি।
East Bengal FC: সেমিফাইনালে নামার আগে 'হুঙ্কার' অস্কারের, কী বললেন ইস্টবেঙ্গল কোচ?
দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে উত্তেজনার পারদ শুরু থেকেই একেবারে সপ্তমে ছিল। প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই ডায়মন্ড হারবার এফসির কাছে এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছিল। একটা ব্যাক পাস ঠাহর করতে পারেননি লাল-হলুদ গোলকিপার প্রভসুখন গিল। তিনি একেবারেই অফ-গার্ড ছিলেন। বলটা ইস্টবেঙ্গলের জালে প্রায় জড়িয়েই গিয়েছিল। একেবারে শেষবেলায় ইস্টবেঙ্গল এফসি-র এক ফুটবলার কোনওক্রমে পা দিয়ে বলটা বিপদমুক্ত করলেন।
২৪ মিনিটে আরও একবার গোল করার সুযোগ এসেছিল ডায়মন্ড হারবার এফসি-র সামনে। দুরন্ত একটা শট নিয়েছিলেন স্যামুয়েল। কিন্তু,তাঁর সেই শটটা ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর প্রতিহত হয়ে আসা বল নিয়ে উপরে উঠতে যান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। কিন্তু, তিনি শেষপর্যন্ত অফসাইডের কবলে পড়েন এবং রেফারি বাঁশি বাজিয়ে দেন।
কার্ডের জন্য ফাইনাল খেলতে পারবেন না লালচুনুঙ্গা
তবে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে একটা বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। যে ভয়টা অস্কার ব্রুজোঁ পাচ্ছিলেন, শেষপর্যন্ত সেটাই সত্যি হল। হলুদ কার্ড দেখলেন লালচুনুঙ্গা। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল যদি চলতি ডুরান্ড কাপের ফাইনালে ওঠে, তাহলে শেষ ম্য়াচে তিনি খেলতে পারবেন না। প্রথমার্ধের একেবারে শেষবেলায় (৪৫+২) ইস্টবেঙ্গলের সামনে গোল করার একটা সুযোগ এসেছিল। কিন্তু, ডায়মন্ড হারবারের গোলরক্ষক কোনও ভুল করলেন না।
তবে একথা বলা যেতেই পারে যে ম্য়াচের প্রথমার্ধে দুটো দলই একাধিক গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু, একটাও সুযোগ তারা কাজে লাগাতে পারল না। প্রথমার্ধের একেবারে শেষবেলায় লাল-হলুদ মশাল দপ করে জ্বলে উঠেছিল বটে, কিন্তু তাতে লাভ কিছু হয়নি। তবে প্রথম ৪৫ মিনিটে আলাদা করে নজর কাড়লেন মিরশাদ। আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ এই ম্য়াচের স্কোরলাইন আপাতত ০-০ করেই রাখল।