/indian-express-bangla/media/media_files/2025/08/20/kibu-vicuna-diamond-harbour-fc-2025-08-20-11-42-43.jpg)
ডায়মন্ড হারবার এফসি দলের হেড কোচ কিবু ভিকুনা
Diamond Harbour FC: ২০২৫ ডুরান্ড কাপে (Durand Cup 2025) অন্যতম বড় চমকের নাম ডায়মন্ড হারবার এফসি। এই টুর্নামেন্ট যে তারা 'আন্ডারডগ' হিসেবে শুরু করেছিল, তা অস্বীকার করা যায় না। তবে টুর্নামেন্ট যত সামনের দিকে এগিয়েছে, কিবু ভিকুনার দল ততই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। চলতি ডুরান্ড কাপ আপাতত গোধূলিলগ্নে পা রেখেছে। বুধবার (২০ অগাস্ট) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতার শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। আশা করা যেতেই পারে, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
East Bengal FC: সেমিফাইনালে নামার আগে 'হুঙ্কার' অস্কারের, কী বললেন ইস্টবেঙ্গল কোচ?
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কিবু
ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামার আগে কিবু ভিকুনা বললেন, 'এটা আমাদের কাছে অত্যন্ত কঠিন একটি ম্য়াচ। সেকারণে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এবারের ডুরান্ড কাপে আমরা মোটের উপর ভালই পারফরম্য়ান্স করেছি। একটা ম্য়াচ হারলেও, তিনটে ম্য়াচে জয়লাভ করেছি। ইস্টবেঙ্গল যে যথেষ্ট শক্তিশালী একটা দল, তা আমি অস্বীকার করব না। তবে আমরাও কোনও অংশে কম নই। এই ম্য়াচে আমরাও লড়াই করতে মাঠে নামব।'
গ্রুপ পর্বে ডায়মন্ড হারবারের পারফরম্য়ান্স
ডায়মন্ড হারবার এফসি-র কাছে এবারের ডুরান্ড যাত্রা যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। এই বছরই ডুরান্ড কাপে তাদের অভিষেক হয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তারা দ্বিতীয় স্থান অর্জন করেছিল। দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের ঠিক পরেই। ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে পয়েন্টের বিচারে তারা নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করে। গ্রুপ পর্বে তারা তিন ম্য়াচ থেকে মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছিল। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ২-১ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে ৮-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল। এই গোল পার্থক্যের কারণেই তারা কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।
Mohammedan SC vs Diamond Harbour FC: অবিশ্বাস্য লড়াইয়ের পরও হল না শেষরক্ষা, শেষবেলায় হার মহমেডানের
এরপর শেষ আটের লড়াই এই নবাগতরা জামশেদপুর এফসি'কে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এই ম্য়াচের আয়োজন করা হয়। চলতি টুর্নামেন্টে এটাই যে ছিল সবথেকে বড় অঘটন, তা আলাদা করে বলার কোনও দরকার পড়ে না। এবার কিবু ভিকুনার দল সেমিফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে। তাদের কাছে আপাতত হারানোর মতো কিছুই নেই। ফলাফল যাই হোক না কেন, সবটুকুই তাদের কাছে প্রাপ্তি।
কিবু ভিকুনার কথায়, 'আমরা এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করেছি। জামশেদপুর এফসি-কে হারিয়ে ওদের মাঠে গিয়েই। আর এবার আমরা সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামব। আগামীদিনে আমরা আরও এগোতে চাই।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী শনিবার (২৩ অগাস্ট) চলতি ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ইতিমধ্যে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। গত বছর তারাই এই টুর্নামেন্ট জিতেছিল। যাইহোক, বুধবার ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি-র মধ্যে যে দল জিততে পারবে, তারাই শেষপর্যন্ত শনিবাসরীয় ফাইনাল খেলতে নামবে। এই পরিস্থিতিতে লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে।