/indian-express-bangla/media/media_files/2025/09/14/east-bengal-fc-13-2025-09-14-17-50-08.jpg)
জয়ের পর ইস্টবেঙ্গলের উল্লাস
East Bengal FC: চলতি কলকাতা কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) ইস্টবেঙ্গল এফসি কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। বিনো জর্জের কোচিংয়ে লাল-হলুদ ব্রিগেড করছে একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স। রবিবার (১৪ সেপ্টেম্বর) কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে তারা ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। সুপার সিক্স পর্বের দ্বিতীয় ম্য়াচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে জয়লাভ করেছে। মশালবাহিনীর হয়ে জোড়া গোল করলেন জেসিন টিকে। এই জয়ের পাশাপাশি ডুরান্ড কাপের বদলাও যে নিয়ে ফেলল ইস্টবেঙ্গল, তা কার্যত বলা যেতেই পারে।
East Bengal FC News: লাল-হলুদে 'বজ্রাঘাত'! বড়সড় চুরি, তুমুল তোলপাড় ক্লাবে
২০২৫ ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ইস্টবেঙ্গল ২-১ গোলে হেরে গিয়েছিল। এই পরাজয়ের পর দলের পারফরম্য়ান্স নিয়ে কম সমালোচনা হয়নি। শেষপর্যন্ত কলকাতা ফুটবল লিগে তারা যাবতীয় অপমানের যোগ্য জবাব দিল।
East Bengal FC Win: অবশেষে লাল-হলুদ সমর্থকদের স্বপ্নপূরণ, উল্লাসে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
রবিবাসরীয় খেলার প্রথম মিনিট থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল একেবারে চোখে পড়ার মতো। ম্যাচের প্রথমার্ধে তারা ১-০ গোলে এগিয়ে থাকে। গোলটি করেছিলেন ডেভিড লালনসাঙ্গা। ২৩ মিনিটে তাঁর পা থেকে প্রথম গোলটি বেরিয়ে আসে। এই গোলের পরই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। বিশেষ করে মাঝমাঠের লাগাম তাদের হাতে চলে আসে। ডায়মন্ড হারবার বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও, শেষপর্যন্ত আর সফল হয়নি।
East Bengal FC: অপেক্ষার অবসান, 'বিশেষ' দাবি মেনে নিল ইস্টবেঙ্গল, আত্মহারা লাল-হলুদ সমর্থকরা
নজর কাড়লেন দেবজিৎ মজুমদার
এই ম্য়াচে ইস্টবেঙ্গলের জয়ের পিছনে হয়ত অনেকেরই অবদান রয়েছে। তবে একজনের নাম আলাদা করে উচ্চারণ করতেই হবে। তিনি হলেন দলের অতন্দ্র প্রহরী দেবজিৎ মজুমদার। পরের ৪৫ মিনিটে জবি জাস্টিন যখন একের পর এক আক্রমণ শানাতে শুরু করেছিলেন, সেইসময় তাঁর নিরাপদ গ্লাভস ইস্টবেঙ্গল ব্রিগেডকে অনেকটা স্বস্তিতে রেখেছিল। তবে ৭২ মিনিটে সমতা ফেরায় ডায়মন্ড হারবার এফসি। পলের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেড দেন পবন। আর সেইসঙ্গে ম্য়াচের স্কোর দাঁড়ায় ১-১।
তবে ডায়মন্ড হারবার এফসি-র কপালে এই সুখ বেশিক্ষণ টেকেনি। শেষবেলায় কার্যত জ্বলে উঠলেন জেসিন টিকে। ৬১ মিনিটে ডেভিডের জায়গায় খেলতে নেমেছিলেন জেসিন। অবশেষে ভরসার দাম দিলেন তিনি। ৭৫ মিনিটে ইস্টবেঙ্গলকে তিনি ২-১ গোলে এগিয়ে দেন। আর সংযুক্তি সময়ের সপ্তম মিনিটে তিনিই আবার বিপক্ষ দলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এই টুর্নামেন্টে জেসিন এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন। সবমিলিয়ে ইস্টবেঙ্গল যে জমজমাট পারফরম্য়ান্স করল তা বলা যেতেই পারে। তার থেকেও বড় কথা, লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তারা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us