/indian-express-bangla/media/media_files/2025/09/10/east-bengal-fc-12-2025-09-10-16-11-38.jpg)
আনন্দিত ইস্টবেঙ্গল দলের সমর্থকরা
East Bengal FC: ভারতীয় ফুটবলার জয় গুপ্তাকে (Jay Gupta) শেষ পর্যন্ত সই করাল ইস্টবেঙ্গল এফসি। অঘোষিত ট্রান্সফার ফি দিয়ে এফসি গোয়া থেকে নিয়ে আসা হয়েছে জয়কে। গত মঙ্গলবারই (৯ সেপ্টেম্বর) লাল-হলুদ ব্রিগেডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
Dimitrios Diamantakos New Club: হাত ছেড়েছে ইস্টবেঙ্গল, নতুন ক্লাবে যোগ দিলেন দিয়ামান্তাকোস
৪ বছরের চুক্তিতে সই করলেন জয়
প্রসঙ্গত, ২৩ বছর বয়সি এই ফুটবলার চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছেন। জানা গিয়েছে, ২৭ নম্বর লাল-হলুদ জার্সি পরবেন তিনি। চলতি বছর আয়োজিত কলিঙ্গ সুপার কাপে জয় গুপ্তা এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। পাশাপাশি পরপর ২ বছর তিনি ইন্ডিয়ান সুপার লিগে সেমিফাইনাল ম্য়াচও খেলেছেন। গত মরশুমে তো লিগ পর্বে দ্বিতীয় স্থানও অর্জন করেছিলেন।
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর জয় গুপ্তা বললেন, 'গত বছর এই কলকাতার বুকেই জাতীয় ফুটবল দলে আমার ডেবিউ হয়েছিল। ফলে এই শহরের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে খেলা আমার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার।'
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/09/10/jay-gupta-east-bengal-1-2025-09-10-16-13-48.jpg)
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'লাল-হলুদ জার্সিতে ডেবিউ করার তর আর সইছে না। এই দলের সাফল্যে অভিজ্ঞতায় এবং ডার্বি ম্য়াচ জয়ে আমি ভাগীদার হতে চাই। সবথেকে বড় কথা, ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে আমি হাসি ফোটাতে চাই। জয় ইস্টবেঙ্গল!'
এখনও পর্যন্ত আইএসএল টুর্নামেন্টে জয় গুপ্তা মোট ৪২ ম্য়াচ খেলেছেন। দুটো গোল করার পাশাপাশি তিনটে গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন তিনি। জয়ের ঝুলিতে রয়েছে ১০ ক্লিন শিট, ২৩ ইন্টারসেপশন, ৫১ সফল ট্যাকল, ২০০ ডুয়েল এবং ৪৯ ক্লিয়ারেন্স। সবথেকে বড় কথা, তিনি ২,৮৬০ মিনিট মাঠে কাটিয়েছেন। আর এমন নজরকাড়া খেলা উপহার দেওয়ার কারণেই ২০২৩ সালের অক্টোবর মাসে আইএসএল টুর্নামেন্টের পক্ষ থেকে তাঁকে মাসের সেরা উদীয়মান ফুটবলারের খেতাব দেওয়া হয়েছিল।
East Bengal FC: লাল-হলুদের 'প্রাণভোমরা'! নামেই কাঁপত ময়দান! একদা তারকা ফুটবলারের আজ কী পরিচয় জানেন?
অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ বললেন, 'জয় একজন অসাধারণ বাঁ পায়ের ফুল-ব্যাক। বল সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আক্রমণ তৈরি করার ক্ষেত্রে ওর অবদান অনস্বীকার্য। পাশাপাশি রক্ষণেও ও যথেষ্ট নজর কেড়েছে। আশা করছি, আগামীদিনে জয় ইস্টবেঙ্গল ফুটবল দলের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us