New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/13/east-bengal-fc-5-2025-07-13-19-03-08.jpg)
শৌভিকের জন্মদিনে আবদার ফেরালেন দেবব্রত সরকার
Souvik Chakrabarti birthday 2025: শনিবার অর্থাৎ ১২ জুলাই শৌভিকের জন্মদিন ছিল। কিন্তু, রবিবার ইস্টবেঙ্গল কর্তারা কেক কেটে সেই জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন। সেইসময় উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
শৌভিকের জন্মদিনে আবদার ফেরালেন দেবব্রত সরকার
East Bengal FC: ইস্টবেঙ্গল দলে আপাতত খুশির হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন ডুরান্ড কাপকে পাখির চোখ করে তারা ইতিমধ্যে সংসার গোছানোর কাজ শুরু করে দিয়েছে। রবিবারই (১৩ জুলাই) তারা বেশ কয়েকজন ফুটবলারের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় নাম রয়েছে এডমান্ড লালরিন্ডিকা, বিপিন সিংয়ের মতো ফুটবলারদের। অন্যদিকে, আসন্ন মরশুমের কথা ভেবে কয়েকদিন আগেই তারা শৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) সঙ্গে চুক্তি বাড়িয়েছিল। আজ অনুশীলনের ফাঁকে লাল-হলুদের এই তারকা মিড-ফিল্ডারের জন্মদিন পালন করা হল।
শনিবার অর্থাৎ ১২ জুলাই শৌভিকের জন্মদিন ছিল। কিন্তু, রবিবার ইস্টবেঙ্গল কর্তারা কেক কেটে সেই জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন। মাঠে উপস্থিত ছিলেন কলকাতা ফুটবল লিগের কোচ বিনো জর্জ, হেড অফ ফুটবল থাংবোই সিংটো এবং দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। কেক কাটার আগে শৌভিক বললেন, 'এই মরশুমে প্রত্যেকটা টুর্নামেন্টে আমি ভাল পারফরম্য়ান্স করার চেষ্টা করব।'
এরপর কেক কাটলেন শৌভিক। প্রথমেই তিনি কেকের একটি টুকরো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে খাওয়াতে গিয়েছিলেন। তখনই নীতু'দা বলেন, 'আমি কেক খাই না।' যদিও সেই কথা শেষপর্যন্ত তিনি রাখতে পারেননি। বিনো জর্জ, সন্দীপ নন্দী এবং থাংবোই সিংটোকে খাওয়ানোর পর আরও শৌভিক ফিরে আসেন নীতু'দার কাছে। তখন তিনি নিজেও খান এবং শৌভিককেও খানিকটা খাইয়ে দেন। বিয়ন্ড স্পোর্টসের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার থেকেই ইস্টবেঙ্গল এফসি আগামী মরশুমের জন্য অনুশীলন শুরু করে দিল। আগামী ২৩ জুলাই থেকে ডুরান্ড অভিযান শুরু করে দেবে মশালবাহিনী। ২০২৪ কলিঙ্গ সুপার কাপের পর থেকে ইস্টবেঙ্গল এফসি আর সাফল্যের মুখ দেখতে পায়নি। সেকারণে দলের উপর যথেষ্টই চাপ রয়েছে। আর তাই ডুরান্ড কাপ থেকেই তারা জয়যাত্রা শুরু করতে চায়। বৃষ্টিবিঘ্নিত রবিবাসরীয় বিকেলবেলা প্র্যাকটিস শুরু করে দিল লাল-হলুদ ব্রিগেড। যেহেতু আগামী সপ্তাহে অস্কার ব্রুজোঁ আসবেন বলে জানা গিয়েছে, সেকারণে এদিন বিনো জর্জের অধীনেই অনুশীলন শুরু করে মশালবাহিনী।
East Bengal FC Transfer Update: ঘরের ছেলে ফিরল ঘরে, আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
জানা গিয়েছে, রবিবার মোট ১৬ ফুটবল অনুশীলন করেছেন। নতুন ফুটবলারদের মধ্যে হাজির হয়েছিলেন বিপিন সিং, এডমান্ড লালরিন্ডিকা, রামসাঙ্গা এবং মার্তন্ড রায়না। প্রথমে কিছুক্ষণ শারীরিক কসরতের পর বল নিয়ে অনুশীলন করালেন বিনো জর্জ। দলের বাকি ফুটবলাররা কতদিনে আসেন, সেই অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন সমর্থকরা।