/indian-express-bangla/media/media_files/2025/10/25/east-bengal-fc-22-2025-10-25-15-15-51.jpg)
প্রভসুখন গিল বনাম দেবজিৎ মজুমদার
East Bengal FC: হাতে আর একেবারে বেশি সময় নেই। কয়েকঘণ্টা পর বসতে চলেছে ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) আসর। এবারের সুপার কাপে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ম্য়াচটা স্থানীয় ফুটবল ক্লাব ডেম্পোর বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি শনিবার (২৫ অক্টোবর) গোয়ার ব্যাম্বোলিম স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে। তবে এই ম্য়াচ শুরু হওয়ার আগে লাল-হলুদ সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ম্য়াচে ইস্টবেঙ্গলের অতন্দ্র প্রহরী হিসেবে কাকে দেখতে পাওয়া যাবে? প্রভসুখন সিং গিল না দেবজিৎ মজুমদার।
East Bengal Today Match: 'আজও ভালবাসি...', তিক্ততা ভুলে ইস্টবেঙ্গলকে 'শুভেচ্ছা' সন্দীপের
আইএফএ শিল্ড এবং বিতর্ক
প্রশ্নটা নেহাতই অমূলক নয়। সম্প্রতি আইএফএ শিল্ড ফাইনালে এই ব্য়াপারটা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। ২০২৫ আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে দুটো দলই একটি করে গোল করে। আর ১২০ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গলের গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভসুখন সিং গিল।
সন্দীপ নন্দীর পদত্যাগ
এরপর ম্য়াচ যখন টাইব্রেকারে গড়ায়, সেই সময় আচমকা লাল-হলুদ দূর্গ সামলাতে নামেন দেবজিৎ মজুমদার। এরপর ইস্টবেঙ্গল শেষপর্যন্ত ৫-৪ গোলে এই ম্য়াচটা হেরে যায়। এই পরাজয়ের যাবতীয় দায় অস্কার ঠেলে দেন দলের গোলকিপার-কোচ সন্দীপ নন্দীর ঘাড়ে। এমনকী, প্রকাশ্যে তাঁকে অপমানও করা হয়। শেষপর্যন্ত ইস্তফা দিতে কার্যত বাধ্য হয়েছেন সন্দীপ।
East Bengal FC News Update: হুঙ্কার অস্কারের, লক্ষ্য ইস্টবেঙ্গলকে 'ভারতসেরা' করার!
আজকের ম্য়াচে সুযোগ পাবেন কে?
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে শনিবাসরীয় ম্য়াচে ইস্টবেঙ্গল দলের কাস্টোডিয়ানের ভূমিকায় কাকে দেখতে পাওয়া যাবে? প্রভসুখন সিং গিল না দেবজিৎ মজুমদার। ম্য়াচের আগে শুক্রবার অস্কার ব্রুজোঁ একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে তাঁকে এই ব্য়াপারে প্রশ্ন করা হয়েছিল। জবাব দিতে গিয়ে খানিকটা অস্বস্তিতেই পড়েন তিনি। শেষপর্যন্ত বললেন, 'মনে করেছিলাম, ডেম্পোর বিরুদ্ধে আমি দেবজিৎকেই খেলাব। কিন্তু, অনুশীলন করার সময় ও হালকা চোট পেয়েছে। ফলে দলের প্রথম একাদশে কাকে রাখা হবে, সেই সিদ্ধান্তটা আগামীকালই গ্রহণ করা হবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us