/indian-express-bangla/media/media_files/2025/10/25/sandip-nandy-2025-10-25-12-37-42.jpg)
ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী
East Bengal FC: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'কর্ণ-কুন্তী সংবাদ'-য়ে একটি বিশেষ লাইন রয়েছে। 'জয়ী হোক, রাজা হোক, পাণ্ডব সন্তান / আমি রব নিষ্ফলের, হতাশের দলে।' ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার কোচ সন্দীপ নন্দীর (Sandip Nandy) জন্য এই লাইনটা একেবারে যথাযথ। কয়েকদিন আগেই বাংলার শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি-র সঙ্গে তিক্ততা তৈরি হয়েছিল। হেড কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কাছে হয়েছেন চূড়ান্ত অপমানিত। কিন্তু, হৃদয় থেকে ইস্টবেঙ্গলের প্রতি ভালবাসা মুছে ফেলতে পারেননি। আর হৃদয় ক্ষতবিক্ষত হলেও, ২০২৫ সুপার কাপে (Super Cup 2025) ইস্টবেঙ্গলের সাফল্যই কামনা করছেন।
কী নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত?
সম্প্রতি আইএফএ শিল্ড ফাইনালে যখন টাইব্রেকার পর্ব শুরু হয়, সেইসময় সন্দীপ নন্দীর পরামর্শেই প্রভসুখন সিং গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে মাঠে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অস্কার। এই ম্যাচে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ৫-৪ গোলে পরাস্ত হয়। তারপর থেকেই অস্কারের যাবতীয় আক্রোশ এসে পড়ে সন্দীপের উপর। এমনকী, গোয়ায় জুনিয়র ফুটবলারদের সামনে ভারতের এই প্রাক্তন গোলকিপারকে চূড়ান্ত দুর্ব্যবহারের শিকার হতে হয়। অবশেষে এই অপমানের বোঝা সইতে না পেরে সন্দীপ নিজের পদ থেকে সরিয়ে নেন।
East Bengal FC News Update: হুঙ্কার অস্কারের, লক্ষ্য ইস্টবেঙ্গলকে 'ভারতসেরা' করার!
এখন কী বললেন সন্দীপ?
ইস্টবেঙ্গলের থেকে সন্দীপ নন্দীর হয়ত কিছুটা দুরে সরে গিয়েছেন। কিন্তু, আজও লাল-হলুদ ব্রিগেডের প্রতি ভালবাসা অমলিন আশিয়ান কাপজয়ী বাঙালি গোলকিপারের। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি দুরভাষ মারফৎ জানালেন, 'এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। মনেপ্রাণে চাই, আসন্ন সুপার কাপে ইস্টবেঙ্গল যেন সাফল্য পায়। আর কোনও বিতর্ক আমি চাই না।'
East Bengal FC: সুপার কাপের আগে নয়া সমস্যা ইস্টবেঙ্গলে, ক্ষুব্ধ কোচ অস্কার
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমি চাই, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল কলকাতায় ফিরুক। আমার দৃঢ় বিশ্বাস, ইস্টবেঙ্গলের যা দল রয়েছে, তাতে ওরা এই টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে। এই ক্লাবটাকে আমি ভালবাসি। ভালবাসি বলেই তো অতদিন আগে গোয়ায় পৌঁছে গিয়েছিলাম। যা করেছি, সেটা ক্লাবের সম্মান রক্ষার্থে এবং ভালবেসেই করেছি। সেকারণে আমার মনে কোনও অনুতাপ নেই। আজও চাই ইস্টবেঙ্গল জিতুক। লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটুক।'
East Bengal FC News Update: ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুনের ছিটে, সমর্থকদের জন্য চরম দুঃসংবাদ!
কখন-কোথায় দেখবেন ইস্টবেঙ্গল ম্যাচ?
শনিবার (২৫ অক্টোবর) গোয়ার স্থানীয় ক্লাব ডেম্পো এসসি'র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বিকেল সাড়ে ৪টে থেকে ব্যাম্বোলিম স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us