East Bengal FC News Update: হুঙ্কার অস্কারের, লক্ষ্য ইস্টবেঙ্গলকে 'ভারতসেরা' করার!

East Bengal FC: হাতে আর বেশি সময় বাকি নেই। রাত পোহালেই সুপার কাপের ঢাকে কাঠি পড়ে যাবে। আর প্রথম ম্য়াচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ডেম্পো। প্রথম ম্য়াচে জয় ছাড়া আর কিছুই ভাবছে না লাল-হলুদ ব্রিগেড।

East Bengal FC: হাতে আর বেশি সময় বাকি নেই। রাত পোহালেই সুপার কাপের ঢাকে কাঠি পড়ে যাবে। আর প্রথম ম্য়াচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ডেম্পো। প্রথম ম্য়াচে জয় ছাড়া আর কিছুই ভাবছে না লাল-হলুদ ব্রিগেড।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC Oscar Bruzon

ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ

East Bengal FC: হাতে আর বেশি সময় বাকি নেই। রাত পোহালেই সুপার কাপের (Super Cup 2025) ঢাকে কাঠি পড়ে যাবে। আর প্রথম ম্য়াচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ডেম্পো। প্রথম ম্য়াচে জয় ছাড়া আর কিছুই ভাবছে না লাল-হলুদ ব্রিগেড। বিকেল সাড়ে চারটে থেকে এই ম্য়াচ শুরু হবে। তবে ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার (২৪ অক্টোবর) একটি সাংবাদিক বৈঠক করলেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইস্টবেঙ্গলকে 'ভারতসেরা' করাই তাঁর একমাত্র লক্ষ্য।

Advertisment

East Bengal FC: সুপার কাপের আগে নয়া সমস্যা ইস্টবেঙ্গলে, ক্ষুব্ধ কোচ অস্কার

কী প্রমাণ করতে চান অস্কার?

এদিনের সাংবাদিক বৈঠকে অস্কার বললেন, 'সুপার কাপ জিততে পারলে এএফসি কাপের যোগ্যতা সরাসরি অর্জন করা যায়। দেশের সেরা ক্লাবগুলোর মধ্যে যে ইস্টবেঙ্গল অন্যতম, সেটাই আমরা আগামীকালের ম্য়াচে প্রমাণ করতে চাই।'

Advertisment

East Bengal FC News Update: ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুনের ছিটে, সমর্থকদের জন্য চরম দুঃসংবাদ!

প্রতিপক্ষ স্থানীয় ক্লাব ডেম্পো হলেও, অস্কার কিন্তু একেবারে হালকাভাবে গ্রহণ করছেন। প্রত্যেকটা ম্য়াচকেই তিনি সমান গুরুত্ব দিতে চান। আর সেকারণেই ৬ বিদেশি ফুটবলারকে নিয়ে মাঠে নামতে চান তিনি। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অস্কার বললেন, 'গত মরশুমে আমরা একেবারেই নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারিনি। তবে এবার সুপার কাপে আমরা কোনও দলকেই হালকাভাবে গ্রহণ করতে চাই না। এই টুর্নামেন্ট খেলার জন্য দলের প্রত্যেক ফুটবলারই কার্যত মুখিয়ে রয়েছে। সমর্থকদের আমরা ভাল কিছু উপহার দিতে চাই।'

East Bengal FC News: ইস্টবেঙ্গলের 'গৃহযুদ্ধে' ঘৃতাহুতি, ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা সংগ্রামের

একাধিক সমস্যায় জর্জরিত মশালবাহিনী

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সুপার কাপ শুরু হওয়ার আগে একাধিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল এফসি। একে তো রয়েছে ক্লাবের অভ্যন্তরীণ সমস্য়া। সম্প্রতি ইস্তফা দিয়েছেন দলের গোলকিপার-কোচ সন্দীপ নন্দী। তার উপর প্রস্তুতির জন্য উপযুক্ত মাঠও পায়নি লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে, প্রথম ম্য়াচে তারা স্থানীয় ক্লাব ডেম্পোর বিরুদ্ধে কেমন পারফরম্য়ান্স করে, সেইদিকে সকলের নজর থাকবে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেল শৌভিক ভট্টাচার্য। তিনি বললেন, 'সুপার কাপে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব। দলে নতুন অনেক ফুটবলার এসেছেন। তাঁরা প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন দেশের হয়ে এরা খেলেছে। ফলে খুব একটা বেশি সমস্যা হবে না।'

Super Cup 2025 Oscar Bruzon East Bengal FC