East Bengal FC: কেন দিয়ামান্তাকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল? আসল কারণটা জানালেন বিকাশ পাঁজি

East Bengal FC: সোমবার (১ সেপ্টেম্বর) এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইস্টবেঙ্গল এফসি। দলের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে রিলিজ করে দিয়েছে।

East Bengal FC: সোমবার (১ সেপ্টেম্বর) এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইস্টবেঙ্গল এফসি। দলের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে রিলিজ করে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bikash Panji on Dimitrios Diamantakos

বিকাশ পাঁজি এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস

East Bengal FC: সোমবার (১ সেপ্টেম্বর) এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইস্টবেঙ্গল এফসি। দলের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) রিলিজ করে দিয়েছে। লাল-হলুদ ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্ত যে কতখানি যুক্তিগ্রাহ্য, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই ব্যাপারে মুখ খুললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি।

Advertisment

Dimitrios Diamantakos: টানা পাঁচ ISL ম্যাচে গোল করা বিদেশি গোলমেশিন ইস্টবেঙ্গলে! ট্রান্সফারের সেরার সেরা চমক লাল-হলুদের

বিকাশ পাঁজির কথায়, 'ওর থেকে নিশ্চয়ই ভাল ফুটবলার পেয়েছে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট। সেকারণেই হয়ত ওকে ছেড়ে দেওয়া হয়েছে।'

গত বছর যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে কেরালা ব্লাস্টার্স এফসি দলে যোগ দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ১৭ ম্য়াচে ১৩ গোল করে সোনার বুটও অর্জন করেছিলেন। এরপর গত বছর জুন মাসে লাল-হলুদ ব্রিগেডে সই করেন তিনি। কিন্তু, সেই পারফরম্য়ান্সের ছিটেফোঁটাও তিনি ইস্টবেঙ্গলের হয়ে করতে পারেননি। এমনকী শোনা যায়, কোচ অস্কার ব্রুজোঁও নাকি দিয়ামান্তাকোসের পারফরম্য়ান্স নিয়ে একেবারে খুশি ছিলেন না।

East Bengal FC vs Kitchee FC Highlights: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল

এই ব্যাপারে বিকাশ পাঁজি বললেন, 'ও যে বছর ইস্টবেঙ্গলে সই করল, তার আগের বছর গোল্ডেন বুট পেয়েছিল। সর্বাধিক গোল করেছিল। আমাদের দলের সদস্য, সমর্থক এবং আধিকারিকরা যে ভরসা করে ওকে নিয়ে এসেছিল, সেই ভরসার দাম ও দিতে পারেনি। সেকারণে কোচও ওর উপরে ভরসা রাখতে পারেনি।'

East Bengal FC: গ্রিক দেবতায় মোহভঙ্গ, দিমির সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষ করল ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, চলতি বছর ডুরান্ড কাপে দিয়ামান্তাকোসের পারফরম্য়ান্স যথেষ্ট নজর কেড়েছিল। প্রথম ম্য়াচে সাউথ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে একটি গোল করেছিলেন। এরপর কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেছিলেন। কুড়িয়েছিলেন সমর্থকদের হারানো ভালবাসাও। কিন্তু, শেষরক্ষা হল না। অবশেষে তাঁকে ছাঁটাই করে ফেলল লাল-হলুদ ম্য়ানেজমেন্ট।

Dimitrios Diamantakos East Bengal FC